শুক্রবার ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


টিকার আগে-পরে কী খাবেন  
প্রকাশ: ৪ জুলাই, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

টিকার আগে-পরে কী খাবেন  

মুক্তধারা ডেস্কঃ

করোনার টিকা দেওয়া নিয়ে অযথা দুশ্চিন্তার কিছু নেই। প্রথম টিকা দেওয়ার পর দুয়েকটি বিচ্ছিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া বড় কিছু তো হয়নি। আর যেকোনো প্রতিষেধকের কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া শরীরে হবেই হবে। কোভিডের টিকাও ব্যতিক্রম নয়। এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অত্যন্ত স্বাভাবিক এবং কিছু কিছু ক্ষেত্রে খুব জরুরি। টিকা নিলে একদিকে যেমন নিজে সুস্থ থাকা যায় তেমনি নিরাপদ রাখা যায় প্রিয়জনকেও।

টিকার আগে-পরে কী খাবেন  

টিকা দেওয়ার পর শরীরে অল্প ব্যথা, অবসাদ, ক্লান্তি অনুভব হতে পারে। সাময়িকভাবে দুর্বলতা পেয়ে বসতে পারে। এতে চিন্তার কিছু নেই। খাওয়াদাওয়ার দিকে একটু নজর দিলেই কাটিয়ে উঠতে পারবেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়াগুলো। টিকা নেওয়ার আগে-পরের দুয়েকদিন একটা ব্যালান্সড ডায়েট খাওয়া উচিত। কয়েকদিন কী খাবেন জেনে নেওয়া যাক-

টিকার আগে-পরে কী খাবেন  

১.টিকা নেওয়ার দিন কয়েক আগে থেকে সকালটা রসুন ভেজানো পানি খেয়ে শুরু করতে পারেন। এক্ষেত্রে রসুনের কোয়া একটু থেঁতলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে আগের রাতে। এছাড়া ভেষজ চা খাবেন দিনে ২/৩বার। আদা, লবঙ্গ, দারুচিনি, তালমিছরি, তুলসিপাতা, গোলমরিচ সাথে দিয়ে চা বানিয়ে খেতে পারেন। নাস্তায় আটার রুটি, সিদ্ধ ডিম ও সবজির তরকারি রাখুন।

২.প্যাকেটজাত কোনো খাবার খাবেন না। বেশি তেল-ঝাল-মশলা দিয়ে রান্না করা থেকে বিরত থাকুন। গরুর মাংস, খাসির মাংস এড়িয়ে চলুন। মাছের পাতলা ঝোল খান। ভাত, ডাল-তরকারি, খিচুড়ি, মাছ, মুরগি, শাক-সবজি প্রতিদিন সাধারণভাবে যা যা রান্না হয় তাই খাবেন। খাবার শেষে দই খেতে পারেন। কারণ, দইয়ে আছে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া।

টিকার আগে-পরে কী খাবেন  

৩.বেশি বেশি পানি পান করুন। এ সময় শরীরে পানির খুব দরকার হয়। একে তো গরম তার উপর কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া। তাই মৌসুমী বিভিন্ন রসালো ফলের জুস বা আস্ত ফল খাবেন। সকাল-বিকাল ডাবের পানি খান।

টিকার আগে-পরে কী খাবেন  

৪.বিকালে ভেষজ চা খাবেন। ময়দার বিস্কুট না খেয়ে একমুঠো বাদাম বা ড্রাই ফ্রুট খেতে পারেন। চিনিযুক্ত খাবারকে না বলুন। কয়েকদিন প্রসেসড সুগার, কেক, পেস্ট্রি, কুকি খাবেন না। তেল-মসলা ছাড়া মুড়িমাখা খাওয়া যেত পারে। তবে ছোলা ভুনা, পুরি, সিঙ্গারা, আলুর চপ, সমুচা-এগুলো এড়িয়ে চলবেন। এছাড়া চিপস ও পপকর্ন যেমন খাবেন না তেমনি বিয়ার ও মদ্যপান করবেন না। বেশি বেশি পানি পান করুন। তাহলে ক্লান্তি খুব দ্রুত চলে যাবে।

টিকার আগে-পরে কী খাবেন  

৫.রাতের খাবার বেশি দেরি করে না খাওয়াই ভালো। ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খেয়ে নিন। সবজি খিচুড়ি, রুটি-তরকারি খেতে পারেন। খাওয়ার পর সামান্য পায়চারি করে নিতে ভুলবেন না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা