|
মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়
|
|
মুক্তধারা প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব তালতলী কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন ও সদস্যসচিব সাইফুল ইসলাম আব্বাস। দোয়া মোনাজাতের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এর মধ্যে মসজিদের ভেতর সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনকে নিয়ে তোলা কয়েকটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে তা নিয়ে বিরূপ মন্তব্য করেন নেটিজেনরা।
আসাদুল সোহাগ নামের একটি আইডি থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের সাথে দুটি সেল্ফি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়। ওই সেলফি দুটিতে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন এবং চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দকে বেশ হাস্যজ্জল দেখা যায় মসজিদের ভেতরে।
নেটিজেনরা মন্তব্য করেন যেখানে দলের চেয়ারপারসনের সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় সেই মসজিদের ভিতরেই হাস্যজ্জল সেলফি বিএনপি’র এই নেতৃবৃন্দ কিভাবে তুলতে পারেন তা অভাবনীয়। এটা নিঃসন্দেহে দায়িত্বহীনতার পরিচয়।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আমিন এর এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
|