আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল, এলাকায় তোলপাড়
|
![]()
মুক্তধারা প্রতিবেদক রায়পাশা করাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমানকে ৫ নং ওয়ার্ডের চালের ডিলারশীপ পাইয়ে দেয়ার। এ বিষয়টি নিয়ে ওই এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। কেবল এই অভিযোগই নয় তার পুরনো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ছবিটিতে বিগত আওয়ামী লীগ সরকার আমলের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান মধুর সাথে বেশ সক্ষমতা রক্ষা করে রয়েছেন তিনি। ওই ছবিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির চৌধুরী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আবুল কালামসহ আরো অনেকই রয়েছে যাদের কারণে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা এই বিষয়গুলোকে হাই কমান্ডকে জানিয়েছি। নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়ন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের প্রত্যাবর্তন করতে কাজ করছেন আবুল কালাম সিকদার। তার কর্মকাণ্ডে বিব্রত করাপুর ইউনিয়ন বিএনপি। |