শুক্রবার ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


হৃতিকের ১১০ কোটি টাকার বাড়ির অন্দর
প্রকাশ: ৬ জুলাই, ২০২১, ৬:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হৃতিকের ১১০ কোটি টাকার বাড়ির অন্দর

মুক্তধারা ডেস্কঃ

লকডাউনে সুজান ছেলেদের সঙ্গেই ছিলেন

লকডাউনে সুজান ছেলেদের সঙ্গেই ছিলেন       ছবি: ইনস্টাগ্রাম

মুম্বাইয়ের জুহুর লিংক রোডে হৃতিকদের বাড়ি। বিশাল এক অ্যাপার্টমেন্টের ১৫ আর ১৬ তলা মিলে ডুপ্লেক্স। কিছুদিন পর কিনেছেন ১৪ তলাটিও।

দেয়ালে ঝুলছে চার্লি, বিছানায় কফি খাচ্ছেন সুজান, ছবিটি তুলেছেন হৃতিক নিজে আর সুজানকে না জানিয়েই পোস্ট করেছেন

দেয়ালে ঝুলছে চার্লি, বিছানায় কফি খাচ্ছেন সুজান, ছবিটি তুলেছেন হৃতিক নিজে আর সুজানকে না জানিয়েই পোস্ট করেছেন

ডুপ্লেক্সটি কিনেছেন ৬৭ কোটি ৫০ লাখ রুপি দিয়ে। সেটি ২৭ হাজার ৫৩৪ স্কয়ার ফুট। আর ১৪ তলার দাম ৩০ কোটি রুপি। সেটি বেশ ছোট। ১১ হাজার ১৬৫ স্কয়ার ফুট। সব মিলিয়ে হৃতিকের বর্তমান বাড়ির দাম ৯৭ কোটি ৫০ লাখ রুপি। টাকার অঙ্কে তা ১১০ কোটি। এর সঙ্গে রয়েছে ১০টি গাড়ি পার্কিংয়ের জায়গা।

হৃতাকের বাড়ির অন্দর থেকে বাইরের ভিউ

হৃতাকের বাড়ির অন্দর থেকে বাইরের ভিউ    ছবি: ইনস্টাগ্রাম

হৃতিকের বাড়ির বারান্দা থেকে দেখা যায় আরব সাগরের একাংশ। সন্তানদের নিয়ে বাড়ির বারান্দায় সময় কাটাতে ভালোবাসেন হৃতিক।

আছে খেলাঘর

আছে খেলাঘর     ছবি: ইনস্টাগ্রাম

হৃতিকের বাড়ির অন্দরসজ্জা সাজিয়েছেন ভারতীয় বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার অভিনেশ শাহ। কয়েকটি বেডরুম, দুটি ড্রয়িংরুম, ডাইনিং, ড্রেসিং কাম মেকআপ রুম, লাইব্রেরি, মিটিং রুম, বারান্দা ছাড়াও হৃতিকের বাড়িতে আছে জিমনেসিয়াম আর একটা বিশাল খেলাঘর।

পোষা কুকুরের সঙ্গে দুই ছেলে

পোষা কুকুরের সঙ্গে দুই ছেলে      ছবি: ইনস্টাগ্রাম

খেলাঘরে আছে ফুটবল টেবিল, বিলিয়ার্ড টেবিল আর এক কোণে ভেন্ডিং মেশিন আর বাচ্চাদের ঝোলার জন্য একটা মাঙ্কি বার। ভেন্ডিং মোশিন থেকে বের হয় নানা পদের চকলেট।

সেলেবদের বাড়ির অন্দরসজ্জায় বিভিন্ন ভাইব থাকে। মিলেনিয়াল, মিনিমালিস্টিক, লাক্সারিয়াস, ইউরোপিয়ান আর্টফর্ম বা মডার্ন। কিন্তু হৃতিকের বাড়িতে এসব কিছু নয়, বরং প্রাধান্য পেয়েছে নিজেদের পছন্দ আর স্বাচ্ছন্দ্য। তবে বাড়ির অন্দরসজ্জা এমনভাবে করা হয়েছে, যেন কোনো দিক দিয়ে আলো বাধা না পায়।

একপাশে একটা কোজি চেযার

এই বিষয়ে হৃতিক ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অন্দরসজ্জার সব নিয়ম কানুন মেনে বাড়ি হয় না। বাড়ি এমন একটা জায়গা, যেখানে আমি জুতাটা খুলে আয়েশ করতে পারি। যেখানে আমি আমি হতে পারি।’

এখানে আরাম করে বসেন হৃতিক

এখানে আরাম করে বসেন হৃতিক
ছবি: ইনস্টাগ্রাম

হৃতিকের বাড়ির দেয়ালে দেয়ালে ছোট ছোট ‘কোটেশন’ লেখা। যেগুলো নাকি জীবনকে উজ্জীবিত রাখে। বেডরুম আর বারান্দার এক কোনায় হৃতিক সাইমনের চেয়ার আর রোচে ববিসের কাউচ ফেলে দিয়েছেন। স্বাস্থ্যকর পানীয় হাতে নিয়ে এখানে বসে হৃতিক সূর্যোদয় আর সূর্যাস্ত দেখেন।

ছবিগুলো খুবই স্পেশাল

ছবিগুলো খুবই স্পেশাল
ছবি: ইনস্টাগ্রাম

বিশাল কার্পেটটা ‘মাহেঞ্জোদারো’ সিনেমার সেট থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। অনেকটা ইন্ডিগো রঙের। হৃতিকের ভাষায়, ‘সেটে একদিন আমি নানা রঞ্জক উঠিয়ে রাখছিলাম। তখন রংটা আামার মনে ধরে। ঠিক সেরুলিয়েন (গাঢ় নীল) নয়, আবার টারকোয়েজও (ফিরোজা নীল) নয়। এই দুয়ের মাঝামাঝি একটা রং।’

আরেকটি বসার ঘর

আরেকটি বসার ঘর
ছবি: ইনস্টাগ্রাম

জয়পুর থেকে অর্ডার করে বানানো কার্পেটটি। বসার ঘরের একটা জায়গায় বেশ কিছু ছবি ঝুলিয়ে রাখা। ছবিগুলোর বিষয়ে হৃতিক বলেন, ‘ছবিগুলো ঠিক যতটা গুরুত্ব বহন করে, ততটা গুরুত্ব দিয়ে রাখা।’

দেয়লে টাঙানো বিশ্বের মানচিত্র

দেয়লে টাঙানো বিশ্বের মানচিত্র
ছবি: ইনস্টাগ্রাম

হৃতিকদের ডাইনিং টেবিলে ছয়টি কাঠের চেয়ার। আর টেবিলটি কাচের। এক পাশের দেয়ালে রয়েছে বিশ্বের মানচিত্র। সেটার দিকে তাকিয়েই তাঁরা ঠিক করেন, কোন ছুটিতে কোথায় যাবেন। সেখানে বেশ কিছু উজ্জ্বল রঙের চেয়ারও ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। সংক্ষেপে এই হৃতিকের বাড়ি।

হৃতিকের বাড়ি ভর্তি এমন ছোট ছোট নানা স্যুভেনিরে

হৃতিকের বাড়ি ভর্তি এমন ছোট ছোট নানা স্যুভেনিরে     ছবি: ইনস্টাগ্রাম




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা