মুক্তধারা ডেস্কঃ
ব্রাজিল ২-১ গোলে জয় পেলেও সৃষ্টি হয়েছে বিতর্ক। বিতর্কিত সিদ্ধান্তের জন্য রেফারিকে একহাত নিলেন কলম্বিয়া কোচ।
কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে ব্রাজিল। তবে এই জয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। প্রতিপক্ষ দলের অভিযোগ রেফারির দিকে। ম্যাচ শেষে তাই রেফারির বিতর্কিত সিদ্ধান্তকেই দুষছেন তারা। ম্যাচ হারের পর কলম্বিয়া কোচও বিতর্কিত সিদ্ধান্তের জন্য রেফারিকে একহাত নিলেন।
কলম্বিয়ার বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। লুইস দিয়াসের দুর্দান্ত এক গোলে খেই হারিয়ে ফেলে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত নেইমাররা ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে মাঠ ছেড়েছে। তবে এই ম্যাচে ৭৮ মিনিটে রবার্তো ফিরমিনোর করা সমতাসূচক গোলটি ব্যাপক বিতর্ক ছড়িয়েছে।
গোল নিয়ে এ বিতর্কের কেন্দ্রে ম্যাচের রেফারি নেসতর পিতানা। নেইমারের একটি পাস হঠাৎ করেই রেফারির গায়ে লেগে দিক পরিবর্তিত হয়। এরপর সেখান থেকে বল পেয়ে লোদির দিকে বল বাড়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। লোদির ক্রস থেকেই হেড করে সমতাসূচক গোল করেন ফিরমিনো।
রেফারির গায়ে বল লাগায় কলম্বিয়ার ফুটবলাররা ভেবেছিল রেফারি হয়তো খেলা থামিয়ে দেবেন। কিন্তু রেফারি তা না করে খেলা চালিয়ে যান। আর এই পরিস্থিতির পূর্ণ সুযোগটা কাজে লাগায় ব্রাজিল। রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান কলম্বিয়ার ফুটবলাররা। এ সময় বেশ কিছুটা সময় নষ্ট করে ফেলেন কলম্বিয়ান খেলোয়াড়রা। ফলে নির্ধারিত ৯০ মিনিটের পরেও ১০ মিনিট অতিরিক্ত সময় খেলা গড়ায়। আর এই অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে জয়সূচক গোল করে তিতে শিষ্যরা।