সোমবার ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ওমানের কাছে হেরে বিশ্বকাপ বাছাই মিশন শেষ
প্রকাশ: ১৬ জুন, ২০২১, ৩:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ওমানের কাছে হেরে বিশ্বকাপ বাছাই মিশন শেষ

মুক্তধারা ডেস্কঃ

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ওমানের কাছে একই পরিণতি ভোগ করল বাংলাদেশ। দোহায় লাল সবুজের প্রতিনিধিরা ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছেন। এর আগে প্রথম দেখায় ৪-১ গোলে হেরেছিল। সেবার ১ গোল করতে পারলেও এবার আর তা পারেনি।

ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ করে গেল ওমান। দুদলের শক্তির ব্যবধানটাই যেন প্রতীয়মান হচ্ছিল তাতে। ২১ মিনিটের বেশি নিজেদের জাল অক্ষত রাখতে না পারা বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হারল ৩-০ গোলে।
মঙ্গলবার কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে শুরু হয়েছিল ম্যাচটি। প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে জেমি ডের দল। ফরোয়ার্ড মোহামেদ মোবারক আল গাফরি প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেছেন খালিদ আল-হাজরি।

এ ম্যাচ দিয়েই শেষ হলো বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন। পাঁচ দলের গ্রুপে সবার নিচে থেকে শেষ করা বাংলাদেশের অর্জন মাত্র ২ পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ড্র থেকে আসে সেই দুই পয়েন্ট।

প্রথম লেগে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হারা বাংলাদেশের এই হারটাও আসলে অনুমিতই ছিল। ওমানের চেয়ে র‍্যাঙ্কিংয়ে ১০৪ ধাপ পিছিয়ে বাংলাদেশ। ওমানের অবস্থান যেখানে ৮০, বাংলাদেশ সেখানে ১৮৪তম। তার ওপর নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াসহ বাংলাদেশের শীর্ষ বেশ ক’জন খেলোয়াড় এ ম্যাচে ছিলেন না।
এরপরও ড্রয়ের আশায় মাঠে নামেন তপু বর্মনরা। কিন্তু আগের ম্যাচের একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামা ওমান ঠিকই আধিপত্য দেখিয়েছে। দলটির বিপক্ষে এনিয়ে তিনবারের মুখোমুখি হয়ে তিনটিতেই হারল বাংলাদেশ।

৮ ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। ৫ দেশের মধ্যে বাংলাদেশের স্থান পঞ্চম। আর ওমান ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।

২২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কাতার। ভারত ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, আফগানিস্তান ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা