চলতি বছর মাঠে নামা হচ্ছে না নেইমারের
|
![]() মুক্তধারা ডেস্কঃ ইনজুরির কারণে চলতি বছরের বাকি সময় আর মাঠে নামা হচ্ছে না নেইমারের। ব্রাজিলিয়ান তারকা জানুয়ারিতে মাঠে ফিরবেন বলে জানিয়েছে তার ক্লাব পিএসজি। ফ্রেঞ্চ লিগে সবশেষ ম্যাচে অলিম্পিক লিওঁর বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি। ওই ম্যাচে লিওঁর মিডফিল্ডার থিয়াগো মেন্ডিসের মারাত্মক ট্যাকলে গোঁড়ালিতে চোট পান নেইমার। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ফরোয়ার্ডকে। শনিবার (১৯ ডিসেম্বর) পিএসজি ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারির আগে আর মাঠে ফেরা হচ্ছেনা তার। ফলে লিগ ওয়ানে লিলে ও স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচে খেলা হবে না নেইমারের। এই ২ ম্যাচের পর ৯ দিনের ছুটি পাচ্ছে পিএসজির ফুটবলাররা। এই সময়ে মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন ব্রাজিলিয়ান তারকা। |