মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ঘুরে দাঁড়ানো রিয়ালের লক্ষ্য এবার শীর্ষস্থান
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২০, ৫:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘুরে দাঁড়ানো রিয়ালের লক্ষ্য এবার শীর্ষস্থান

মুক্তধারা ডেস্কঃ

রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দারুণ ছন্দে থাকায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নিতে চায় জিদান শিষ্যরা। মাদ্রিদে এ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

লা লিগায় চলতি মৌসুমে টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার রিয়াল সোসিয়েদাদ। ২ ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে দুইয়ে সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ। আর ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

এবার ঘরের মাঠে লস ব্লাঙ্কসদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। সম্প্রতি দের্পোতিভো আলাভেস ও শাখতার দোনেৎস্কের কাছে হারায়, সুসময়ের খোঁজে ছিলেন রিয়াল কোচ জিদান। কৌশলে পরিবর্তন করেই সাফল্যের দেখা পান ফরাসি এই কোচ।

ব্যাক টু ব্যাক ম্যাচ জয়ের পর, সবশেষ মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রিয়াল শিবির। তাইতো টেবিলের ১৩ নম্বরে থাকা বিলবাওয়ের বিপক্ষে দলগত পারফরম্যান্স উপহার দিয়ে, জয় পেতে বদ্ধ পরিকর রামোস-লুকা মদ্রিচরা। যদিও সমীকরণ বলছে, বড় ব্যবধানে জিততে পারলে শীর্ষে যাওয়ার সুযোগ থাকবে ৩৪ বারের শিরোপা জয়ীদের।

শক্তিমত্তা কিংবা কাগজে কলমে অ্যাথলেটিক বিলবাওয়ের চেয়ে অনেকটাই এগিয়ে রিয়াল মাদ্রিদ। আর পরিসংখ্যানও কথা বলছে লস ব্লাঙ্কসদের পক্ষেই। দু’দলের ৫৬ বারের লড়াইয়ে রিয়ালের ৩৫ জয়ের বিপরীতে ১১ জয় পায় বিলবাও।

রিয়াল মাদ্রিদে বেশ কিছু ইনজুরি সমস্যা আছে। ইনজুরির কারণে ইডেন হ্যাজার্ড-লুকা জবিচের সার্ভিস মিস করবে স্বাগতিকরা। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকছেন ক্যাসেমিরো। তারপরও করিম বেনজেমা-ভিনিসিয়াস-টনি ক্রুসরা ইতিবাচক খেলতে পারলে প্রত্যাশিত জয় পাওয়া সম্ভব।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, দেখুন, গেলো তিন ম্যাচে ফুটবলাররা বেশ ছন্দে রয়েছে। ঘরের মাঠে খেলা তাই নির্ভার আমরা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাই প্রত্যয়ী। আমরা পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আশা করছি পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলবে ফুটবলাররা।

মৌসুমে রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তাইতো ম্যাচটি জিতে নিজেদের অবস্থানটা আরও সুদৃঢ় করতে চায় জিদান বাহিনী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা