টেস্টে ৫০৮ উইকেট শিকারীর ফুসফুসের অর্ধেকটাই নেই!
|
![]() মুক্তধারা ডেস্কঃ জন্মের সময় মৃত্যুকে দেখে ফেলেছিলেন ব্রড। নির্ধারিত সময়ে ৩ মাস আগে তিনি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসেন। যে কারণে তার ফুসফুস অর্ধেক কাজ করে না। কয়েক বছর আগে দেওয়া এক সাক্ষাতকারে ব্রড বলেছিলেন, ‘আমি জন্মেছিলাম তিন মাস আগেই। আমি মূলত মৃত্যুর দরজা থেকেই ফিরেছি। আমার ফুসফুসের অর্ধেক অংশ কখনোই পুরোপুরি কার্যকর হয়নি। সে কারণেই আমি অ্যাজমাতে ভুগি এবং সব সময় ইনহেলার ব্যবহার করতে হয়। ২০১৫ সালে ইংল্যান্ড দলের প্রত্যেক খেলোয়াড়কে নিজের সম্পর্কে একটা অজানা তথ্য জানাতে বলা হয়েছিল। তখন ব্রডের এই কথা শুনে সবাই চমকে যায়। ব্রড আরও বলেন, ‘আমি আমার অর্ধেক ফুসফুসের কথা বলতেই সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। তিন মাস আগেই জন্ম নেওয়ার কারণেই আমার এই সমস্যা। তবে এটা ঠিক যে, আমার ক্রিকেটার হয়ে ওঠার পথে ফুসফুস কখনো সমস্যা হয়ে দাঁড়ায়নি। এটা যে কারওর জন্যই চমকে যাওয়ার একটা তথ্য।’ |