ব্রাজিল বনাম চিলি: কোপা আমেরিকার পরিসংখ্যানে কে এগিয়ে?
|
![]() মুক্তধারা ডেস্কঃ জমে উঠেছে কোপা আমেরিকা। শুক্রবার দিবাগত রাতেই শুরু হচ্ছে টুর্নামেন্টটির সেমিফাইনালে উঠার লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পেরু ও প্যারাগুয়ে। পরের ম্যাচেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের প্রতিপক্ষ চিলি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৬ টায় শুরু হবে ব্রাজিল-চিলি ম্যাচটি। স্বাগতিক বলেই নয়, অতীত পরিসংখ্যানও এগিয়ে রাখছে ব্রাজিলকে। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল-চিলি ৭২ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে ৫১টি ম্যাচে, চিলির জয় সেখানে মাত্র ৮টি। ১৩টি ম্যাচ হয়েছে ড্র। কোপা আমেরিকায় ব্রাজিল-চিলি মুখোমুখি হয়েছে মোট ২১ বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচে, চিলি জিতেছে ৩টিতে। ড্র হয়েছে বাকি ২ ম্যাচ। চিলির বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয় ৭-০ ব্যবধানের। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে চিলির সবচেয়ে বড় জয় ৪-০ গোলের। ১৯৮৭ সালে কোপা আমেরিকায় ব্রাজিলকে এই ব্যবধানে হারিয়েছিল চিলি। |