মুক্তধারা ডেস্কঃ
টেস্ট স্ট্যাটাস নিশ্চিতের পর প্রথম টেস্ট খেলতে বাংলাদেশের অপেক্ষা বেশিদিনের ছিল না। ২৬ জুন এলিট ক্রিকেটের নতুন সদস্য বাংলাদেশ, স্বপ্নপূরণ হয় নভেম্বরে। ক্রিকেটের কুলীন পরিবারের সদস্য বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ওই মাসেই।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চোখেমুখে অবারিত স্বপ্ন নিয়ে মাঠে ১১ টাইগার। একই সঙ্গে স্বপ্ন পূরণ হয় লাল-সবুজের দেশের। প্রথম টেস্টে কেমন করেছিল বাংলাদেশ?
ওপেনিংয়ে শাহরিয়ার হোসেন বিদ্যুত ও মেহরাব হোসেন। টেস্টে বাংলাদেশের প্রথম জুটিটা লম্বা হয়নি। তবে হাবিবুল বাশার ও আমিনুল ইসলামের উইলোতে স্বপ্নের মতো একটা দিন পার করে স্বাগতিকরা। ফিফটি আসে দুজনের ব্যাট থেকেই।
দ্বিতীয় দিনটা বিশেষ ছিল আমিনুল ইসলাম বুলবুলের জন্য। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে জায়গা করে নেন রেকর্ড বুকে। তবে এরপর আর কেউ বলার মতো স্কোর করতে পারেনি। বুলবুলে ১৪৫ রানে ভর করে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ৪০০ রান।
দ্রাবিড়-টেন্ডুলকার-গাঙ্গুলীদের নিয়ে শক্তিশালী ভারত একাদশ। তবে অধিনায়ক দূর্জয় ও রফিকের ঘূর্ণিতে তারাও সুবিধা করতে পারেনি। ২৩৬ রান তুলতেই হারায় ৬ উইকেট। কিন্তু সুনীল জোশি বাধা হয়ে দাঁড়ান স্বাগতিকদের সামনে। তার ৯২ রানে লিড পায় ভারত। ২৯ রানে এগিয়ে থেকে শেষ হয় তাদের প্রথম ইনিংস।
প্রথম ইনিংসে দেখানো সম্ভাবনার মৃত্যু হয় দ্বিতীয় ইনিংসে। ভারতের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ব্যাটসম্যানদের। মাত্র দুজন স্পর্শ করতে পারেন দুই অঙ্কের স্কোর। স্বাগতিকরা অলআউট হয় ৯১ রানে।
শুরুটা ভালো করলেও, অভিষেক টেস্টের শেষের পুরোটাই আক্ষেপের। ৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়েই লক্ষ্য পৌঁছে যায় ভারত। চার দিনেই শেষ হয় বাংলাদেশের অভিষেক টেস্ট।