চট্টগ্রামের বিপক্ষে খুলনার লজ্জাজনক হার
|
![]() মুক্তধারা ডেস্কঃ সাকিব-মাহমুদউল্লাহদের লজ্জায় ডুবিয়েছে সালাউদ্দিনের শিষ্যরা। শনিবার (২৮ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে জেমকন খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৬ রানে অলআউট হয় তারকাবহুল খুলনা। জবাবে লিটনের ফিফটিতে সহজেই জয় পায় চট্টগ্রাম। জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের হট ফেবারিট। তবে, নামের প্রতি যেনো সুবিচার করতে পারছেনা তারা। ব্যাটে-বলে নিষ্প্রাণ দলের দুই আইকন সাকিব-মাহমুদউল্লাহ। যার প্রভাব ম্যাচের ফলাফলেও। গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে তো রীতিমতো উড়ে গেছে তারা। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় কোচ সালাউদ্দিনের গাজী গ্রুপ চট্টগ্রাম। এতো এতো পরীক্ষিত ক্রিকেটার ব্যাট হাতে এমন যাচ্ছেতাই পারফর্ম করবে, তা হয়তো ভাবেনি সমর্থকরা। ক্রিজে যাওয়া-আসার মিছিলে একেবারে সামনে থাকলেন বিজয়। অর্ডার বদলে ওপেনিংয়ে নেমেছিলেন সাকিব। একটা মাইলফলক ছুঁতে রান দরকার ছিলো তিন। সেই তিনটি রানই করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রান আর সাড়ে তিনশ’ উইকেটের ডাবল এখন সাকিবের। ৩১১তম ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। সাকিবের আউট হওয়ার ধরন নিয়ে কথা থাকতে পারে। তবে, নাহিদুল সেসব ভাবেননা। পরপর সাকিব-মাহমুদউল্লাহর উইকেট তুলে খুলনার ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দেন এই স্পিনার। জোড়া আঘাত হানেন তাইজুলও। থিতু হওয়ার আগেই ফেরান ইমরুল আর জহুরুলকে। এরপর দৃশ্যপটে মোস্তাফিজ। এই পেসারের তোপে আর ঘুরে দাঁড়ানো হয়নি খুলনার। লোয়ার অর্ডারকে একাই গুড়িয়ে দেন ফিজ। ৩ ওভার ৫ বলে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। আগের ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে অলআউট করা গাজী গ্রুপ চট্টগ্রামের সামনে জেমকন খুলনা গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে। ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি লিটন-সৌম্যদের। দু’জনের ৭৩ রানের জুটিতে জয় একরকম নিশ্চিতই হয়ে যায়। ম্যাচ শেষ করতে না পারার আফসোস নিয়ে ব্যক্তিগত ২৬ রানে আউট হন সৌম্য। সঙ্গী বিদায় নিলেও লিটনের অপরাজিত ফিফটিতে ২ ম্যাচে ২ জয়ে টেবিলের শীর্ষস্থানেই থাকলো গাজী গ্রুপ চট্টগ্রাম। |