বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের
|
![]() মুক্তধারা প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও ইউজিসি থেকে সাড়া না পেয়ে ফের ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ববির মূল গেট সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকে যানজট দেখা দেয়। এতে করে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
এর আগে গত রবিবার শিক্ষার্থীরা একই মহাসড়ক পৌঁনে একঘন্টা অবরোধ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে যোগাযোগ করার আহবান করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু ইউজিসির কোন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেননি। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি।
আন্দোলনকারী শিক্ষার্থীর শওকত ওসমান বলেন, ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ-সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য অন্তত ৭৫টি কক্ষ প্রয়োজন। কিন্তু আছে মাত্র ৩৬টি। কক্ষ-সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করাতে হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা।
ববির ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে আমরা একমত। তবে প্রতিটি কাজের একটা প্রক্রিয়া আছে। আমাদের নতুন ভবন তৈরির জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডির কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। অন্যদিকে জমি অধিকরণের জন্য আমাদের সাথে বরিশাল জেলা প্রশাসকের কথা হয়েছে। তিনি খুবই পজেটিভ এই ব্যাপারে। পরিবহন সমস্যার সমাধানের জন্য নতুন অর্থবছরের পরিবহন কেনা হবে।
বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছিলো। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
|