সাংসদ আসতে বিলম্ব, ৮ ঘন্টা মাঠে ক্ষুদে শিক্ষার্থীরা
|
![]()
মুক্তধারা প্রতিবেদক মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলিফ। বিদ্যালয় বন্ধ থাকলেও প্রধান শিক্ষকের নির্দেশে বুধবার দুপুর ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিদ্যালয় মাঠে অবস্থান করেছিল সে। কারণ তাদের বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসবেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। বিকাল তিনটায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও রাত সাড়ে আটটায় অনুষ্ঠানস্থলে আসেন প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ। এরপর শুরু হয় অনুষ্ঠান। চলতে থাকে রাত ১১ টা পর্যন্ত। টানা ৮ঘণ্টা বিদ্যালয় মাঠে অবস্থান করে অসুস্থ হয়ে পড়েছেন আলিফ। পরে অভিভাবকরা এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যায়। কেবল আলিফ ই নয় বিদ্যালয় কর্তৃপক্ষ এরকম হঠকারী সিদ্ধান্তের কারণে ওই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী গতকাল ৮ঘন্টা মাঠে অবস্থান করার কারণে অসুস্থ হয়ে পরে। মেহেন্দিগঞ্জের ৫ নং সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ সরদার বলেন, বুধবার বিকাল তিনটায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ রাত সাড়ে আটটা নাগাদ উপস্থিত হন অনুষ্ঠান স্থলে। ৯টায় শুরু হয় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। চলে রাত ১১টা পর্যন্ত। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি ফোটানো। রাত সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা যে যার মতো করে বাড়ি চলে যায়। তিনি বলেন দেশে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে এমন অনুষ্ঠান বাঞ্ছনীয় নয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান রহমান চান্দু বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে নি। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের থাকা বাধ্যতামূলক করা হয়নি। তবে বিদ্যালয়ের কাছাকাছি যে সকল শিক্ষার্থীরা ছিল তারা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি ফুটানোর কারণে স্বপ্রণোদিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এতে তার কিছু করার নেই। তবে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মেহেন্দিগঞ্জ ৫ সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন সভাপতিত্ব করা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিদ্যালয়ের সভাপতি হিসেবে নয় বরং ইউপি চেয়ারম্যান হিসেবে তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। তবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন বলেন, অনুষ্ঠানে তিনটায় শুরু হওয়ার কথা ছিল। তবে অতিথি আসতে একটু বিলম্ব হওয়ায় সন্ধার পরে শুরু হয়েছে। তিনি দাবি করেন শিক্ষার্থীদের থাকার জন্য বাধ্য করা হয়নি তবে যারা কাছাকাছি ছিল তারা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছে। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আতশবাজি ফুটানোর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এটি অনুষ্ঠানের শেষে স্থানীয় লোকজন করেছে এতে আমাদের কোনো অংশ ছিল না। তবে নাম প্রকাশ না করার শর্তে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, সারাদেশে এখন করোনাভাইরাস আতঙ্ক। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় একজন সংসদ সদস্য শিক্ষার্থীদের মাঠে টানা আট ঘণ্টা অবস্থান করিয়ে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একই সাথে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হয়নি সেখানে একটি বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মধ্যরাতে প্রশাসনের কর্মকর্তাদের সামনেই আতশবাজি ফোটানো অত্যন্ত দুঃখজনক। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবি কওদ হাসান প্রথমে বলেন করোনাভাইরাস উপলক্ষে জনসচেতনামূলক অনুষ্ঠান ছিল। তবে সেই অনুষ্ঠানে কেন আতশ বাজি ফাটানো হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অনুষ্ঠানটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে। তবে সারাদেশে করোনাভাইরাস আতঙ্ক কারনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন যেখানে শিথিল করা হয়েছে সেখানে মধ্যরাতে আতশ বাজি ফাটানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। এ বিষয়ে জানতে ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ কে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি |