সব সিনেমার শুটিং বন্ধ
|
![]() মুক্তধারা ডেস্কঃ করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় কঠোর লকডাউন চলছে সারা দেশে। সরকারি নির্দেশনা মেনে বন্ধ করে দেওয়া হয়েছে সব সিনেমার শুটিং। সময় নিউজকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার (০১ জুলাই) তিনি বলেন, ‘গতকাল পরিচালক সমিতির মিটিং হয়েছে। সরকারি নির্দেশনা মেনে চলার ব্যাপারে আমরা একমত হয়েছি। সে নির্দেশনা অনুযায়ী আমাদের সব সিনেমার শুটিং বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আগামী এক সপ্তাহ শুটিং বন্ধ। তারপর নির্দেশনা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।’ বেশ কয়েকটি সিনেমার শুটিং থাকায় গত এক মাস জমজমাট ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গন। তপু খানের ‘লিডার-আমি বাংলাদেশ’, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’, শাপলা মিডিয়ার ‘জেদি মেয়ে’, অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাসহ কয়েকটি বিজ্ঞাপন এবং দীপ্ত টিভির একটি ফিচার ফিল্মের শুটিং হয়েছে এফডিসিতে। কঠোর লকডাউন থাকায় ‘লিডার-আমি বাংলাদেশ’, ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘ঈদে মুক্তির টার্গেট নিয়ে আমরা শুটিং শুরু করেছিলাম। এখন লকডাউনের কারণে শুটিং বন্ধ করে দিতে হয়েছে। আপাতত মুক্তি নিয়ে কোনো চিন্তা করছি না। পরিস্থিতি কোন দিকে যায় তা দেখে আবার শুটিংয়ের তারিখ ঠিক করব।’ তপু খান পরিচালিত প্রথম সিনেমা ‘লিডার-আমি বাংলাদেশ’। ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি অংশের জন্য সেট ফেলা হয়েছিল এফডিসিতে। কিছুদিন শুটিংয়ের পর বন্ধ করা হয়েছে কাজ। তবে টিম প্রস্তুত রেখেছেন পরিচালক। সবুজ সংকেত পেলে কাজে নামতে পারেন তারা। বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। কেউ এফডিসিতে সিনেমার কাজ করছে না। তবে ৮ ও ৯ নম্বর ফ্লোরে দুটি টেলিভিশনের কাজ চলছে। তারা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন। এদিকে সিনেমার শুটিং বন্ধ থাকলেও আপাতত বন্ধ হচ্ছে না নাটকের শুটিং। সামনে ঈদ থাকায় বিকল্প পথে হাটতে হচ্ছে নাটক সংশ্লিষ্টদের। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম সময় নিউজকে বলেন, ‘যেহেতু ঈদ সামনে তাই আমরা আলাদা করে নাটকের শুটিং বন্ধের কোনো নির্দেশনা দিচ্ছি না। আমরা সবাইকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শুটিং শেষ করার তাগিদ দিচ্ছি।’ |