অন্তর্জাল ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ২৯ জুন থেকে। ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘শুটিং হাউসে করলে হয়তো কাজ করা যেত। কিন্তু ঢাকার বিভিন্ন অফিসে, বিমানবন্দরে আমাদের শুটিং করার কথা। লকডাউনে এই সব জায়গায় শুটিংয়ের অনুমতি দিচ্ছে না কেউ।’

সাইফ খান, বিপাশা কবির অভিনীত জেদি মেয়ে ছবির শুটিং বাতিল হয়েছে। ২৪ জুন থেকে পুবাইলের লোকেশনে শুটিং শুরুর করার কথা ছিল। লকডাউনের কারণে শুটিং বন্ধ করা হয়েছে, জানিয়েছেন ছবিটির পরিচালক রেজা হাসমত।
একই কারণে অনন্য মামুনের কসাই ২, আলী আজাদের বনলতা, জসিম উদ্দীনের কলিজাতে দাগ লেগেছে, জাফর আল মামুনের এক পশলা বৃষ্টি এবং মনতাজুর রহমান আকবর ও এমডি মোতালেবের নাম ঠিক না হওয়া দুটি নতুন সিনেমার শুটিং বাতিল হয়েছে। এই সব ছবির পরিচালকেরা জানিয়েছেন জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ছবিগুলোর শুটিং শুরুর কথা ছিল।

নিরব অভিনীত কসাই ২ সিনেমার শুটিং স্থগিত
আগে শুটিং শুরু হওয়া কয়েকটি ছবির নতুন শিডিউলও বাতিল হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে আবু তাওহীদ হিরণের সংশয়ীর শুটিং। পরিচালক জানালেন মাত্র দুই দিন শুটিং করেছেন। লকডাউন ও বৃষ্টির কারণে শুটিং বন্ধ রেখেছেন তিনি। এ ছবিতে অভিনয় করছেন সংগীতশিল্পী শেখ সাদি, টিকটক থেকে আসা অনামিকা ঐশী।

সানজু জন ও আইরিন অভিনীত হৃদমাঝারে তুমির শেষ ধাপের শুটিং বাতিল হয়েছে। ২৭ জুন থেকে টাঙ্গাইলে শুটিং করার কথা ছিল। ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘দুই-তিন দিনের কাজ বাকি। লকডাউন শিথিল হলে ঢাকাতেই বাকি কাজ করে ফেলব।’
গ্যাংস্টার ছবির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ১ জুলাই থেকে বাকি শুটিং করার কথা ছিল। ছবির পরিচালক শাহিন সুমন জানালেন, ‘সরকারি নির্দেশনা না থাকলেও শুটিং বাতিল করেছি। এবার মুভমেন্ট বাসও থাকছে না। এত বড় ইউনিট নিয়ে কাজ করা যাবে না।’ গ্যাংস্টার ছবিতে অভিনয় করছেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, শান্ত খান প্রমুখ।
লকডাউনে শুটিং বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে কোনো দিকনির্দেশনা ছিল না এত দিন। বুধবার দুপুরে পরিচালক সমিতির এক জরুরি মিটিংয়ে পর সিনেমার সব শুটিং বন্ধের ঘোষণা দিয়েছেন তাঁরা। সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন বলেন, ‘যেহেতু ঈদে কোনো ছবির মুক্তির সম্ভাবনা নেই, তাই শুটিংয়ের কোনো তাড়া নেই।’
