কিংবদন্তি পাকিস্তানি অভিনেত্রী বেগম খুরশিদ শহিদ আর নেই
|
![]() মুক্তধারা ডেস্কঃ কিংবদন্তি পাকিস্তানি অভিনেত্রী বেগম খুরশিদ শহিদ আর নেই। রোববার লাহোরে ৯৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বেগম খুরশিদ শহিদের ছেলে অভিনেতা সালমান শহিদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কিছু পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেগম খুরশিদ শহিদ হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিনেত্রী বেগম খুরশিদ শহিদের জন্ম ১৯২৬ সালে। মাত্র ৯ বছর বয়সে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। ওই বয়সে থেকেই তিনি গান গাওয়া শুরু করেছিলেন। ১৯৮৪ সালে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পদক ‘প্রাইড অব পারফর্মেন্স’ লাভ করেন তিনি। আঙ্কেল উরফি, জেইর, জাবার, পেশ ও পরছাইয়ান নাটককে তার জীবনের শ্রেষ্ঠকর্ম বলে মনে করা হয়। পাকিস্তান টেলিভিশনে ‘রস মালাই’ নামের একটি কমেডি নাটকে অভিনয় করার মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। ‘ফেহমিদা কি কাহানি উস্তানি রাহাত কি জবানি’ নামের নাটকে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন পাকিস্তান টেলিভিশনের প্রথম দিকের শিল্পীদের অন্যতম। অভিনয়ের পাশাপাশি তিনি গানও গাইতেন। তিনি খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও তানপুরাবাদক ছিলেন। বিখ্যাত ক্লাসিকাল সঙ্গীতশিল্পী রোশান আরা বেগমের সাথে তিনি একসাথে গান গাইতেন। বেগম খুরশীদ শহীদ রোশান আরা বেগমকে ‘বোন’ বলে ডাকতেন। সূত্র : জিও নিউজ |