মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান
|
![]()
মুক্তধারা প্রতিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর এম জুবায়দুর রহমান বরিশাল তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শন করেছেন। বিএনপি নেতা ও কলেজের দাতা সদস্য কেএম শহিদুল্লাহর আমন্ত্রণে তিনি রবিবার কলেজটি পরিদর্শন করেন। এ সময় কলেজের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জানান, কলেজের উন্নয়ন ও বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী ব্যাংক চেয়ারম্যান প্রফেসর এম জুবায়দুর রহমান এর সাথে মতবিনিময় সভা হয়েছে। রবিবার ক্যাম্পাসে আসলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নেই। এরপর কলেজের বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করি।
|