আইসোলেশনে জিৎ ও মিমি
|
![]() মুক্তধারা বিনোদন সুরক্ষার কথা চিন্তা করে নিজ দেশে ফিরেই তারা দু’জন নিজ বাসায় আইসোলেশনে গিয়েছেন। আগামী সাতদিন তারা আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল না বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে জানান জিৎ। তবে সরকারি নির্দেশনা মানতেই তিনি নিজ দেশে ফেরেন। সবার আগে পৃথিবী যাতে সুস্থ হয় সে কামনা করেছেন এই তারকা। এদিকে মিমি বলেন, যুক্তরাজ্যে থেকে ফিরেছি বলেই সাতদিনের জন্য নিজেকে আইসোলেশনে রাখবো। বাবা-মাকেও দেখা করতে নিষেধ করেছি। যুক্তরাজ্যে বাজি সিনেমার শুটিং করছিলেন জিৎ ও মিমি। |