বুধবার শেবামেকে করোনা ল্যাবে শুরু হচ্ছে প্রশিক্ষণ-টেস্ট-পানিসম্পদ প্রতিমন্ত্রী
|
![]()
মুক্তধারা প্রতিবেদকঃ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে (শেবামেক) করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষার ল্যাব প্রস্তুতের কাজ শেষ হয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে চিকিৎসক মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ শুরু হবে। পাশাপাশি একইদিন টেস্টের কার্যক্রমও শুরু হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সোমাবার (৬ এপ্রিল) রাতে প্রতিমন্ত্রী শের-ই বাংলা মেডিক্যাল কলেজের নবনির্মিত করোনা পরীক্ষার ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। এসময় প্রতিমন্ত্রী বলেন, পিসিআর মেশিন চালুর পর চারজন টেকনোলজিস্ট এক সপ্তাহ কাজ করবেন, যাদের সঙ্গে আমাদের এখানকার টেকনোলজিস্টরাও থাকবেন এবং কাজ শিখবেন। যেহেতু সবাই একই ডিপার্টমেন্টের তাই তারা এ টেস্টের বিষয়টি দ্রুত রপ্ত করতে পারবে। এছাড়া আমাদের এখানে ডা. আকবর আছেন, আর একজন চিকিৎসক পটুয়াখালীতে আছেন। যার বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তার এখানে আসার ব্যবস্থা মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে। তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা একবার শুরু হলে বরিশালবাসীর জন্য আর চিন্তার কোনো কারণ থাকবে না। প্রথমদিকে পরীক্ষা কার্যক্রমটা একটু স্লো হতে পারে, তবে দু’চারদিন পরে হাত পাকা হয়ে গেলে তারাই ভালো করতে পারবেন। ‘আমরা দোয়া করি বরিশালে যাতে কম কেস ঘটে, বেশি কেস হলে এটা বরিশালবাসীর জন্য দুর্ভাগ্যজনক হবে। আর এ ল্যাবরেটরিটা হওয়ার পরে দক্ষিণাঞ্চলের সব জেলার মানুষ এখানে পরীক্ষা করতে পারবেন। এখান যারা আছেন আশাকরি তারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং পরীক্ষা-নীরিক্ষা ভালো হবে।’ মন্ত্রীর পরিদর্শনকালে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস, হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেনসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|