বৃহস্পতিবার ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ

 

মুক্তধারা প্রতিবেদক।।

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্ময়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এবং নারী আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে পুরুষ পুলিশ সদস্যরা ধরে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধার পর পরই আন্দোলনরত ছাত্র-জনতা বরিশাল কোতোয়ালি মডেল থানা ঘেরাও করতে আসেন। এসময় থানার প্রধান গেট আটকে দেওয়ায় থানার মধ্যে ও বাহিরে ছাত্র-জনতা আটকে পরেছেন।

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

থানার মধ্যে থাকা স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের প্রধান সমন্ময়কারী মহিউদ্দীন রনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুহানকে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তাকে ডেভিলে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানালেও কে মামলা করেছে তার কোন সদূত্তর দিতে পারেনি পুলিশ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে সাতটার সময়ও থানা কম্পাউন্ডের সামনে মহিউদ্দীন রনিসহ আন্দোলনরত ছাত্র-জনতা অবস্থান ধর্মঘট পালন করছেন। আর থানার বাহিরে অসংখ্য ছাত্র-জনতা অপেক্ষমান রয়েছে। পাশাপাশি থানার গেটের বাহিরে অপেক্ষমান সংবাদকর্মীদের প্রবেশে বাঁধা প্রদান করে গেট আটকে রেখেছে থানা পুলিশ।

এ ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তা এখনও মিডিয়ার সাথে কথা বলেননি। বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তারা।

কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা :

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি নাজমুল হুদা ও সৌমিক আহমেদ।

তারা জানান, স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেই শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সাত দফা দাবি পেশ করেছিল। কিন্তু হঠাৎ করেই আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও স্টাফদের ওপর হামলা এমনকি হাসপাতাল ভবনেও হামলা চালানোর মতো ঘটনা ঘটে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বিকেল থেকে হাসপাতালের দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়ে কর্মবিরতিতে চলে যান। এরপর ইন্টার্ন চিকিৎসকের পক্ষ থেকে চিকিৎসক দিলীপ রায় ও হাসপাতালে হামলার ঘটনার সঙ্গে জড়িত ও উসকানি দাতাদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

ইন্টার্ন চিকিৎসক নাজমুল হুদা বলেন, মঙ্গলবার দুপুরে আমরা গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পুলিশ এরই মধ্যে হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। সেই সঙ্গে কর্তৃপক্ষও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তাই সার্বিকভাবে রোগীদের কথা চিন্তা করে মঙ্গলবার বিকেল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

অপরদিকে দুপুরে সভা শেষে শেবাচিম হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, চতুর্থ শ্রেণির স্টাফদের যে আল্টিমেটার ছিল ৪৮ ঘণ্টার তার ২৪ ঘণ্টা এখনও বাকি আছে।

এরইমধ্যে সরকারসহ হাসপাতাল ও পুলিশ প্রশাসন আমাদের আল্টিমেটামের দাবির বিষয়গুলো নিয়ে কাজ করছে। আমরা শুনতে পাচ্ছি এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, যদি হাসপাতালে কর্মপরিবেশ নিশ্চিত হয়, তাহলে কর্মবিরতিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা সবসময় রোগীদের সেবা দিতে চাই। আপাতত ইন্টার্নরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন আর আমাদের বিষয়টি আগামী ২৪ ঘণ্টা পরে জানানো হবে। তবে হাসপাতালে এখন পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ নেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা