বাকেরগজ ও উজিরপুরে ৯ বাড়ি লকডাউন
|
![]()
মুক্তধারা প্রতিবেদকঃ স্বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ। তিনি জানান, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরের ছোট রঘুনাথপুরে চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকায় ৪৭ বছর বয়সী এক নারী করোনার উপসর্গ ( শ্বাসকষ্ট, সর্দি, মাথা ব্যথা) নিয়ে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের স্মরণাপন্ন হন। পরে তারা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।পাশাপাশি ওই নারীর করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতার জন্য ওই নারীর বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করেছে উজিরপুরে ৫ বাড়ি লকডাউন: ৬০ বছরের এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়ায় বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস বিষয়টি জানান। তিনি জানান, এই পাঁচটি বাড়ির সব কয়টি পাশাপাশি। এর একটি বাড়িতে একজন ব্যক্তির জ্বর, কাশি ও গলাব্যথা অর্থাৎ করোনার উপসর্গ দেখা দিয়েছে। তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে। অপরদিকে, আগাম সতর্কতা হিসেবে পাঁচটি বাড়িই লকডাউনের আওতাও রাখা হয়েছে। এসব বাড়ির লোকজন নিজ নিজ ঘর থেকে যাতে বাহিরে বের না হয় অর্থাৎ হোম কোয়ারেন্টিনে থাকেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি জানান, মঙ্গলবার (০৭ এপ্রিল) স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাবে। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে লকডাউনে থাকা বাড়িগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। |