মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


করোনার মধ্যেই পরীক্ষা নেবে আইসিএসবি, ক্ষোভ পরীক্ষার্থীদের
প্রকাশ: ১২ আগস্ট, ২০২০, ১২:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনার মধ্যেই পরীক্ষা নেবে আইসিএসবি, ক্ষোভ পরীক্ষার্থীদের

মুক্তধারা ডেস্কঃ

 

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও এ পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

আগামী ১৪ আগস্ট থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন লেভেলের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে, যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানটির বেশিরভাগ শিক্ষার্থীই পরীক্ষায় বসতে চাইছেন না।

পরীক্ষার্থীরা বলছেন, পরীক্ষা নেওয়ার ঘোষণায় পরীক্ষার্থীদের করোনা ঝুঁকির মধ্যে ফেলছে বাণিজ্য মন্ত্রণালয় অধিভুক্ত এ প্রতিষ্ঠানটি। বিষয়টি বিবেচনার অনুরোধ করেছেন পরীক্ষার্থীরা। আইসিএসবি কর্তৃপক্ষ বলছে, দেশে সবকিছু খুলে যাচ্ছে, তাই সেশনজট এড়াতে সেফটি মেজার নিয়ে পরীক্ষা নেবেন।

দেশের লিস্টেড কোম্পানির সেক্রেটারি হওয়ার জন্য চার্টার্ড সেক্রেটারি (সিএস) ডিগ্রি প্রয়োজন পড়ে, আর আইসিএসবির মতো প্রতিষ্ঠানগুলো কোর্স শেষে সনদ দেওয়া।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা বলছেন, করোনার কারণে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার কথা বলা হলেও সরকারি নির্দেশনা মানছে না আইসিএসবি। চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট, ২০১০ সালের আইনবলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত পরিচালিত হয়ে আসছে। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ছয়টি লেভেলের মধ্যে ফাউন্ডেশন লেভেল, লেভেল ওয়ান, টু, থ্রি এবং প্রফেশনাল লেভেল ওয়ান এবং টু। সব লেভেরের পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীদের দাবি, একদিকে করোনা আক্রান্তের ঝুঁকি, অন্যদিকে করোনার কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতিতেও ভাটা রয়েছে। এ অবস্থায় পরীক্ষা নিলে উভয় দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে হবে তাদের।

আইসিএসবির ভারপ্রাপ্ত সেক্রেটারি শামিবুর রহমান মঙ্গলবার  বলেন, পরীক্ষা না নিলে সেশনজটের মধ্যে পড়ে যাবো। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) করোনার মধ্যে গত ৮ আগস্ট থেকে পরীক্ষা নিচ্ছে। আমরাও পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। আমরাও সেফটি মেজার নিয়ে পরীক্ষা নেবো। ‘তাছাড়া দেশে এখন ধীরে ধীরে সবকিছু খুলে যাচ্ছে। আমরাও পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছি। ’

পরীক্ষার্থীরা বলছেন, এ ধরনের প্রতিটি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত, একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। কিন্তু করোনার মধ্যে পরীক্ষা নিয়ে ঝুঁকির মধ্যেই ফেলে দেওয়া হচ্ছে। তারা কর্তৃপক্ষকে পরীক্ষা নেওয়ার ঘোষণা থেকে সরে আসার অনুরোধ করেছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা