ভরা মৌসুমেও ইলিশ কম বরিশালের পাইকারি বাজারে
|
![]() মুক্তধারা ডেস্কঃ ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশ নেই বরিশালের পাইকারি বাজারে। দামও কিছুটা বেশি। পাইকারি বাজারে ক্রেতা-বিক্রেতা থাকলেও নেই আশানুরূপ ইলিশ। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন- এই চার মাস ইলিশের ভরা মৌসুম বলা হলেও বরিশালের বাজারে নেই নদীর ইলিশ। সাগরের ইলিশ থাকলেও তা তুলনামূলক পরিমাণে কম। ক্রেতারা বাজারে গিয়ে হতাশ হচ্ছেন। একদিকে নদীর ইলিশ কম, অপরদিকে আবহাওয়া খারাপ থাকায় জেলেরা সাগরে ঠিকমতো ধরতে পারছে না। আর এ কারণে ইলিশের সরবরাহ কমে দাম বেড়েছে বলে জানিয়েছেন বরিশাল নগরের পোর্টরোডের মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল। পাইকারি ইলিশ বিক্রেতা জহির সিকদার জানান, বরিশালের পাইকারি বাজারে মঙ্গলবার ৬শ থেকে ৯ শ গ্রাম ওজনের ইলিশের দাম মণপ্রতি ৩০ হাজার, ১ কেজির ইলিশ মণপ্রতি ৩৮ হাজার, ১২শ গ্রাম ওজনের মণপ্রতি মণপ্রতি ৪১ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আকারভেদে প্রতিমণে তিন থেকে ৪ হাজার টাকা বেড়েছে বলেও জানান তিনি। |