বৃহস্পতিবার ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নের দাবি
প্রকাশ: ৮ আগস্ট, ২০২০, ২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নের দাবি

মুক্তধারা ডেস্কঃ

ক্রমবর্ধমান নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নে সরকার কর্তৃক দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

আজ শনিবার এইচআরএফবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির পর্যালোচনার এক বছর অতিবাহিত হওয়ার পরও নির্যাতন, হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা অব্যাহত রয়েছে এবং এ পরিস্থিতির কোনো দৃশ্যমান অগ্রগতি ঘটেনি। এ ধরণের ঘটনা প্রতিরোধে, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ফলোআপ না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে দায়হীনতার যে চর্চা তৈরি হয়েছে, তা আরো দৃঢ় হচ্ছে। এই দায়হীনতার অবসান ঘটাতে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির সুপারিশসমূহ দ্রুততার সাথে বাস্তবায়ন করার লক্ষে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।’

চার বিশেষজ্ঞ ও ২০ জন ফোরাম সদস্য সাক্ষ্যরিত ওই বিজ্ঞপ্তিতে সরকারের কাছে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোতে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি প্রতিরোধে নির্যাতনবিরোধী কমিটির সুপারিশসমূহ, বিশেষ করে কেবল আলোচিত ঘটনা নয়, এ ধরণের সকল অভিযোগের সুষ্ঠু এবং নিরপেড়্গ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি স্বাধীন তদন্ত সংস্থা গঠন করে ন্যায়বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা, ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক, তারা যেনো আইনি প্রতিকার চাইতে ও পেতে পারে সে পরিবেশ তৈরি করা, একটি পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে নির্যাতনের অভিযোগ তদন্ত ও বিচারের অগ্রগতি পর্যালোচনা করা এবং ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) ২০১৩’ অনুযায়ী তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেধে দেওয়া এবং মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের প্রতি হয়রানি, নির্যাতন ও আটকের অভিযোগের নিরপেক্ষ তদন্ত সংক্রান্ত সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানোনো হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা