জামিনে মুক্তি পেয়ে ফুলের শুভেচ্ছায় সিক্ত বিএনপি নেতা আবুল হোসেন
|
![]()
মুক্তধারা প্রতিবেদক॥ এক মাস ১০ দিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়েছেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান। বুধবার জামিন লাভের পর এই নেতাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও বরিশাল জেলা বিএনপির সদস্য মুশফিকুল হাসান মাসুম, সদর উপজেলা বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজ এবং উজিরপুর উপজেলার নেতা জাহিদ পারভেজ জাকির। গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার গুলশান এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন। বরিশাল জেলা বিএনপি নেতা মুশফিকুল হাসান মাসুম জানান, আবুল হোসেনকে গত ৮ ডিসেম্বর পুলিশ গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে। এবং পরবর্তীতে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ এক মাস ১০ দিন কারাবাসের পর আজ তিনি জামিনে মুক্ত হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসলে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।’ আজাদি হাসানাত ফিরোজ জানান, আবুল হোসেন খান সবসময় সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বিএনপি’র পরীক্ষীত একজন নেতা। তার কারা মুক্তিতে তাকে ফুলের শুভেচ্ছা সিক্ত করা হয়েছে। |