‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নীল করোনা আক্রান্ত অভিনেতা নীল ভট্টাচার্য
|
![]() মুক্তধারা ডেক্সঃ জানা যায়, করোনা আক্রান্ত হবার পরও সোমবার (০৩ আগস্ট) শুটিংয়ে অংশ নিয়েছেন নীল। তবে অন্য কেউ শুটিংয়ে উপস্থিত ছিলেন না। আপাতত সুস্থ হাওয়ার আগ পর্যন্ত তাকে আর সেটে ফিরতে হচ্ছে না। এর আগে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের আরেক অভিনেতা বিভানও করোনায় আক্রান্ত হন। তিনি অশোক চৌধুরী চরিত্রে অভিনয় করেন৷ আক্রান্ত দুজনকে বাদ দিয়ে ‘কৃষ্ণকলি’র শ্যামাকে (তিয়াসা) নিয়ে শুটিং চলবে বলে জানানো হয়েছে। ভারতে লকডাউনের শুরুতে একটি ওষুধের দোকানের সামনে পড়ে থাকা গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে সবার নজর কাড়েন নীল। তার গাছ সরানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মানুষের সাহায্যে এগিয়ে আসায় তখন বেশ প্রশংসা পান এই অভিনেতা। |