বরিশালে ৫ লঞ্চকে জরিমানা
|
![]() মুক্তধারা প্রতিবেদক: বরিশাল-ভোলা রুটে চলাচলকারী ৫টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময় মাস্ক না থাকায় ১৭ যাত্রীকেও জরিমানা করা হয়। নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসানের নেতৃত্বে সোমবার (০৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বরিশাল সদর নৌ থানা ও কোতয়ালি মডেল থানা কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হাসান জানান, নৌপথে চলাচলকারী লঞ্চের ফিটনেস ও চালকের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র ও যন্ত্রাংশ না থাকাসহ বিভিন্ন কারণে ওই ৫টি লঞ্চ থেকে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। |