মুক্তধারা প্রতিবেদকঃ
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের সেলিনা বেগম নামক এক নারী স্বাভাাবিক প্রক্রিয়ায় একসঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার বিকাল ৪টায় হিজলা উপজেলা হাসপাতালে শিশুগুলো ভুমিষ্ট হয়। নবজাতকগুলোর ওজন কম ও শাসকষ্ট থাকায় উন্নত চিকিতসার জন্য বরিশাল নগরীর শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নেয়ার পরমর্শ দেয়্ হলেও অর্থাভাবে তা সম্ভব হয়নি।
সেলিনা বেগম কালিকাপুর গ্রামের মোহাম্মদ ফারুক বেপারীর স্ত্রী।
জানা গেছে, সেলিনা বেগম শনিবার বেলা ২টার দিকে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা হিজলা উপজেলা সদর রেমেডি নামক প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসেন। রেমিডি কতৃপক্ষ রোগীর অবস্থা খারাপ দেখে দ্রুত সিজার করার কথা বলে বরিশাল মেডিকেলে চলে যেতে বলেন। রোগীর পরিবার হতদরিদ্র হওয়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পেরে উপায়ান্তর না পেয়ে পাশে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌছার পর প্রথম ছেলে জন্মগ্রহণ করে। এর পাঁচ মিনিট পরে আরেকটি এবং দশ মিনিট পরেই তৃতীয় ছেলে সন্তান ভুমিষ্ট হয়।
হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাহারাজ হায়াত জানান, সেলিনা বেগমকে খুব অসুস্থ্য অবস্থায় হাসপাতালে আনেন স্বজনরা। এর এক থেকে দেড় ঘণ্টা পরে নবজাতক শিশুগুলো জন্মগ্রহণ করে। তিনি আরো জানান, মা সুস্থ থাকলেও নবজাতকগুলো খুবই অসুস্থ। তাদের শ্বাস-প্রশ্বাসে কষ্ট, ওজন কম ও ফুসফুসের সমস্যা আছে। ৩ নবজাতকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। জরুরী ভিত্তিতে আইসিইউতে নেওয়া উচিত। উন্নত চিকিতসার জন্য তাদের বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হলেও পরিবারটি অর্থাভাবে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। এতে শিশু গুলোর মৃত্যু ঝুঁকি আছে বলে জানান এ চিকিতসক।
এ ব্যাপারে শিশুগুলোর বাবা ফারুক বেপারী জানান টাকার অভাবে তার সন্তানরা মারা যেতে পারেন। তিনি বিত্তবানদের কাছে অার্থিক সহায়তা কামনা করছেন।