মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


আ’লীগের কমিটিতে স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা!
প্রকাশ: ৩ মার্চ, ২০২১, ৬:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আ’লীগের কমিটিতে স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা!

পাথরঘাটা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় স্বাধীনতাবিরোধীদের সন্তানদের আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ আনেন। উপজেলার পাথরঘাটা ও কাঁঠালতলী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন দাবি করেন, সঠিক নিয়মেই কমিটি করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌর কমিটির নাম ঘোষণা করা হয়। পাথরঘাটা উপজেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাকিল আহমেদ ওরফে শিবু সংবাদ সম্মেলনে দাবি করেন, পাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে রাজার পুত্র মো. ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাঁচ মাস আগে সম্মেলনকালে সাধারণ সম্পাদক পদের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে দুজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ছিলেন। অথচ তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আলহাজ আবদুর রশিদ স্বাক্ষরিত ১৯৭১ সালে সরাসরি স্বাধীনতার বিরোধিতাকারীদের একটি তালিকা প্রদর্শন করা হয়। তালিকার ৮ নম্বর ক্রমিকে মো. ইব্রাহিম খলিলের বাবা আবদুর রহিম ফকিরের নাম রয়েছে। একই তালিকায় কাঁঠালতলী ইউনিয়ন কমিটির নবনির্বাচিত কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, পিতা মোজ্জামেল হোসেন (তালিকায় ক্রমিক ৩৭) এবং সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন নিরু, পিতা আবদুল খালেক শিকদারের (তালিকায় ক্রমিক ৩১) নাম রয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন বীরাঙ্গনা পুত্র মন্মথ রঞ্জন মিস্ত্রি ও মো. মিজানুর রহমান আবু এবং উপজেলা যুবলীগের সহসভাপতি মো. রেজাউল কবির মিরাজ। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন জানান, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও সঠিকভাবে উপজেলা কমিটিসমূহ গঠন করা হয়েছে। অভিযুক্তদের দুজন ১০ বছর ধরে ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছিল। হঠাৎ এমন অভিযোগ অনভিপ্রেত। যদি স্বাধীনতাবিরোধী হয় সে বিষয়টিও সংগঠন তদন্ত করে দেখবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা