বরিশাল বিভাগের আটটি পৌরসভার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
|
![]() মুক্তধারা প্রতিবেদকঃ ঢাকা- পৌরসভার নির্বাচনের আসন্ন তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আবদুুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বরিশাল বিভাগের আটটি পৌরসভার মধ্যে বরগুনা সদরে কামরুল আহসান (মহারাজ), পাথরঘাটায় আনোয়ার হোসেন আকন, ভোলার বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম, দৌলতখানে জাকির হোসেন, বরিশালের গৌরনদীতে হারিছুর রহমান, মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন খান, ঝালকাঠির নলছিটিতে আ. ওয়াহেদ খাঁন, পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠীতে গোলাম কবির। তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি। |