সোমবার ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


এ কী করলেন মামুন! শাকিব খানও বলছেন ‘এটা সরাসরি প্রতারণা’
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২০, ১০:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এ কী করলেন মামুন! শাকিব খানও বলছেন ‘এটা সরাসরি প্রতারণা’

মুক্তধারা ডেস্কঃ

সাত বছর পর ‘নবাব এলএলবি’ ছবিতে জুটি বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও মাহিয়া মাহি। ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ জন্মেছিল ছবিটি নিয়ে। অনেকে অপেক্ষায় ছিল কবে মুক্তি পাবে ছবিটি! কিন্তু শুরু থেকেই নয়ছয় করে আসছিলেন পরিচালক অনন্য মামুন। একাধিকবার শিল্পীদের শিডিউল নিয়ে শুটিং করেননি। মাহি সন্দিহান ছিলেন আদৌ ছবিটি হবে কি না। পরে শুটিং শুরু হলেও গানের শুটিং নিয়ে বাধে জটিলতা। প্রথমে ইউরোপে গানের শুটিং হবে জানালেও পরে বলেন ভিসা জটিলতার কারণে মালদ্বীপ করবেন। এরপর স্পট বদলে সিলেটে শুটিং করার সিদ্ধান্ত নেন মামুন। শেষ পর্যন্ত শুটিং হয়েছে ঢাকার একটি পাঁচতারা হোটেলে। এত নয়ছয়ের পরও ট্রেলার প্রকাশের পর শাকিব-মাহি ভক্তরা ছবিটি দেখার আগ্রহ দেখিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১৬ ডিসেম্বর রাত ৮টায় আই থিয়েটার অ্যাপে মুক্তি পায় ‘নবাব এলএলবি’। অগ্রিম ফি দিয়ে আগ্রহ নিয়ে দেখতে বসে হতাশ হয় অনেক দর্শক। ছবিটি মুক্তি দেওয়া হয়েছে অর্ধেক! পরিচালক জানালেন, বাকি অর্ধেক মুক্তি দেওয়া হবে সামনের মাসে। এই খবরে ভক্তদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন ছবির নায়ক শাকিব খানও। বলেন, ‘এটা সরাসরি প্রতারণা। সিনেমা ধ্বংসের ষড়যন্ত্রও বলা যায়। আমি ভাবতে পারিনি মামুন এমন কাজ করবে। দর্শক ৯৯ টাকা ফি দিয়ে অর্ধেক ছবি দেখবে কেন! তা ছাড়া এটাকে মামুন পার্ট-১ বলে দাবি করছে কিভাবে? আমি তো জানি কোনোভাবেই এটা পার্ট-১ বা পার্ট-২ না। পুরো একটা ছবির অর্ধেক সে মুক্তি দিয়েছে। এটা অন্যায়। এখন দর্শক যদি ভোক্তাধিকারে মামলা করে, মামুনের কোনো অজুহাতই কাজে লাগবে না। তাকে জরিমানা দিতে হবে।’

মাহিয়া মাহি বলেন, ‘এই ছবিতে অভিনয় করাটাই আমার ভুল হয়েছে। শুরুতে যখন বারবার শিডিউল নিয়ে ঘাপলা করেছিল, তখনই সরে দাঁড়ানো উচিত ছিল। আমাকে গল্প শুনিয়েছে এক রকম, শুটিং করেছে আরেকভাবে, মুক্তির পর দেখা গেল অন্য রকম। যাঁরা আমাকে ফোন করেছেন, প্রত্যেককে বলেছি, এই ছবি আমার না। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

অবশ্য পরিচালক অনন্য মামুন বলছেন অন্য কথা। তিনি জানিয়েছেন, এটা তাঁর ‘ব্যাবসায়িক পলিসি’। ছবির অভিনেতা শাকিব খানের দিকেও অভিযোগের তীর ছুড়েছেন তিনি, “সিনেমা ধ্বংসের শুরু সেদিন, যেদিন ‘নবাব এলএলবি’র ট্রেলার প্রকাশ পায়, সেটা নিজের পেজে শেয়ার করেননি শাকিব খান। অথচ ট্রেলারটি তাঁর অপছন্দের লোকেরাও শেয়ার করেছে। সিনেমার স্থিরচিত্র ব্যবহার করছেন নিয়মিত, অথচ সিনেমার নাম তিনি ব্যবহার করেন না।”

তবে মামুনের অভিযোগ-অনুযোগের ধার ধারে না দর্শক। তারা নির্মাতার এই পলিসিকে চাক্ষুষ প্রতারণা বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিচ্ছে। মিফতাহ উদ্দিন নামের এক দর্শক লিখেছেন, ‘দর্শকের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইলে তা করতে দেব না। একটা সিনেমার বাকি অংশ দেখার জন্য কেউ এত দিন অপেক্ষা করবে না। প্রয়োজনে ভোক্তাধিকার আইনে অভিযোগ করব।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা