কার সঙ্গে রোমান্স করবেন অঙ্কুশ?
|
![]() মুক্তধারা ডেস্কঃ টলিউডের পরিচিত অভিনেতা অঙ্কুশ। সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘ম্যাজিক’ শিরোনামের নতুন সিনেমার। এতে অঙ্কুশের বিপরীতে আছেন ঐন্দ্রিলা সেন। এছাড়া দর্শনা বণিকের সঙ্গে ‘মৃগয়া’ শিরোনামের সিনেমার শুটিং করছেন অঙ্কুশ। এরই মধ্যে নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। রোমান্টিক কমেডি ঘরানার নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন প্রেমেন্দু বিকাশ চাকি। শেক্সপিয়ারের ‘কমেডি অব এররস’ সূত্র অবলম্বনে নির্মিত হচ্ছে এ সিনেমার চিত্রনাট্য। সিনেমার অঙ্কুশের বিপরীতে কে অভিনয় করছেন? তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। টলিপাড়ার আলোচনায় ওঠে এসেছে দুজনের নাম। ঐন্দ্রিলা সেন আর ইশা সাহা। পরিচালক প্রেমেন্দু ইঙ্গিত দিচ্ছেন দুজনই একসঙ্গে থাকার। এ খবর ছড়িয়ে পড়লে টলিপাড়ার বাসিন্দাদের মনে প্রশ্ন- তাহলে কার সঙ্গে রোমান্স করবেন অঙ্কুশ? সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কারণ পাত্র-পাত্রী নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। খোঁজ নিয়ে জানা গেছে, নতুন বছরের ফেব্রুয়ারি শুরু হবে সিনেমার চিত্রায়ণ। আপাতত চলছে চিত্রনাট্য তৈরির কাজ। রোমান্টিক কমেডি ধাঁচের গল্পে নির্মিত হবে সিনেমাটি। কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে সিনেমাটির। |