বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ফেসবুকজুড়ে বিজয়ের উচ্ছ্বাস
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেসবুকজুড়ে বিজয়ের উচ্ছ্বাস
মুক্তধারা ডেস্কঃ

আজ ১৬ ডিসেম্বর। বিজয়ের ৪৯ পেরিয়ে ৫০তম বর্ষে বাংলাদেশ। যে বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের এই দিনে। ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর হানাদার মুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি।

যাদের আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সমগ্র বাঙালি জাতি। বৈশ্বিক মহামারি করোনায় বিজয় উদযাপন সীমিত করা হলেও থেমে নেই বাঙালির শ্রদ্ধা নিবেদন। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন সকল শ্রেণী পেশার মানুষজন।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর রাত থেকেই বিজয়ের সারথী সেই সব বীর শহীদ, যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, ক্রিড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ফেসবুক থেকে বাছাইকৃত সেকল পোস্ট এর নমুনা তুলে ধরা হলো।

পররাষ্ট্রপ্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘৪৯ তম বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে।’

ফেসবুক একাউন্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

এদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলও তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজে ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ এক পোস্টে লিখেছেন, ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিলো আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

ঢাকায় চলচ্চিত্রের সুপারহিট অভিনেতা শাকিব খান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ব্যক্তিগত ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের মো. তসলিম উদ্দিন লিখেছেন,  ‘এ বিজয় এক মহান বিজয় রক্তের দামে কেনা।’

বিজয়ের পোশাকে সজ্জ্বিত করে ছোট্ট মেয়ের ছবি পোস্ট করতে দেখা গেছে নুর এ আলম নামে এক ব্যাংক কর্মকর্তাকে।

এছাড়াও অফিসিয়ালি ও ব্যক্তিগতভাবে বিজয়ের শুভেচ্ছা সম্বলিত ফেসবুক ফটোফ্রেম ব্যবহার করেছেন। ফেসবুক ছাড়াও অন্যান্য যোগাযোগ মাধ্যম ও ভিডিও শেয়ারিং প্লাটফর্মেও বিজয়ের শুভেচ্ছা জানাতে দেখা গেছে অনেককে।

মহান বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশ গড়ার পবিত্র দায়িত্ব পালনই হোক প্রতিটি নাগরিকের অঙ্গিকার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা