ফেসবুকজুড়ে বিজয়ের উচ্ছ্বাস
|
![]() মুক্তধারা ডেস্কঃ
আজ ১৬ ডিসেম্বর। বিজয়ের ৪৯ পেরিয়ে ৫০তম বর্ষে বাংলাদেশ। যে বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের এই দিনে। ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর হানাদার মুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। যাদের আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সমগ্র বাঙালি জাতি। বৈশ্বিক মহামারি করোনায় বিজয় উদযাপন সীমিত করা হলেও থেমে নেই বাঙালির শ্রদ্ধা নিবেদন। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন সকল শ্রেণী পেশার মানুষজন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর রাত থেকেই বিজয়ের সারথী সেই সব বীর শহীদ, যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, ক্রিড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ফেসবুক থেকে বাছাইকৃত সেকল পোস্ট এর নমুনা তুলে ধরা হলো। পররাষ্ট্রপ্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘৪৯ তম বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে।’ ফেসবুক একাউন্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ এদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলও তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের মো. তসলিম উদ্দিন লিখেছেন, ‘এ বিজয় এক মহান বিজয় রক্তের দামে কেনা।’
এছাড়াও অফিসিয়ালি ও ব্যক্তিগতভাবে বিজয়ের শুভেচ্ছা সম্বলিত ফেসবুক ফটোফ্রেম ব্যবহার করেছেন। ফেসবুক ছাড়াও অন্যান্য যোগাযোগ মাধ্যম ও ভিডিও শেয়ারিং প্লাটফর্মেও বিজয়ের শুভেচ্ছা জানাতে দেখা গেছে অনেককে। মহান বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশ গড়ার পবিত্র দায়িত্ব পালনই হোক প্রতিটি নাগরিকের অঙ্গিকার। |