মুক্তধারা প্রতিবেদক:
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া রাফি। এ কমিটিতে তিনিই সর্বকনিষ্ঠ নেতা।
তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার গর্বিত সন্তান। বরিশাল ২০১৫ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স সার্জারীতে চান্স পান।
মঞ্জুরুল ইসলাম ভূইয়া রাফি ২০০৫ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি জয় করেন। ২০০৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান।
রাফি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। এর আগে একই কলেজে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন। একই সময় মেডিকেল কলেজ ছাত্র সংসদ (ছাত্র কল্যাণ পরিষদ) এর বহিঃক্রীড়া সম্পাদক ছিলেন।
যুবলীগের পদ পেয়ে মঞ্জুরুল ইসলাম ভূইয়া রাফি বলেন, ‘আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত করায় সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।