যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শনিবার
|
![]()
মুক্তধারা ডেস্কঃ আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান তিনি। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাদের বলেন, আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এরমধ্যে দিয়ে দিয়েছি। শুধুমাত্র বাকি ছিল যুবলীগ। আগামীকাল বিকেলে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেব এবং আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেব, নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে তৃণমূলের সম্মেলন বিলম্ব হয়েছে। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন প্রক্রিয়া শুরু করেছি। আগামীকাল রাজশাহীর বাগমারায় সম্মেলন হবে। আমি ঢাকায় থেকে সেখানে যুক্ত থাকব। পর্যায়ক্রমে আমরা তৃণমূলের অন্যান্য সম্মেলন করে ফেলব। বিএনপিকে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরতে পারেনি। বিএনপির এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। |