মুক্তধারা প্রতিবেদক: এম জসিম উদ্দিন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল চরবাড়িয়া ইউনিয়নের ৭,৮,৯নং ওয়াড সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও আওয়ামী মহিলা লীগের নেত্রী মোসাঃ হাসিনা বেগম। তিনি বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীয় উৎসবে পরিনত হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়াডের দঃ লামচরি গ্রামের পুত্র বধু মোসাঃ হাসিনা বেগম বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। উৎসবে সামিল হতে সবাইকে আহব্বান জানিয়ে মোসাঃ হাসিনা বেগম বলেন, ধর্ম যার যার উৎসব সবার-এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুিনিশ্চিত করা হেয়েছ। সকেল মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন কেরিছ। তাই এ দেশ আমাদের সকলের। বাংলাদেল ধর্ম-বর্ন নির্বিেশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। তিনি বলেন-আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ক্ষুদা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।