বরিশালে মা ইলিশ রক্ষায় অভিযান শুরু
|
![]() মুক্তধারা প্রতিবেদকঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে আজ সকাল থেকে বরিশালসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে শুরু হয়েছে মা ইলিশ রক্ষায় অভিযান। মঙ্গলবার রাত ১২ টার পর থেকে আগামী ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে নদীতে ইলিশ আহরণ, ইলিশের পরিবহন এবং বাজারে বিক্রি। সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে বরিশাল বিভাগীয় ও ৬টি জেলা প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্য বিভাগ। সকালে বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নগরীর ডিসি ঘাটে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাইদ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার (বিএনএস তিস্তা) আবদুল কাইয়ুম, কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার হাসানাত আরেফিন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেক। এসময় দক্ষিণবঙ্গের অন্যতম বড় ইলিশ আহরণ উৎস কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় সকলের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। আজ বুধবার ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের ইলিশ ধরা থেকে বিরত রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে বরিশাল বিভাগীয় প্রশাসন। এই ২২ দিন বরিশাল বিভাগে ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দিয়েছে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়। বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে যদি কেউ নদীতে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন, তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। নদীতে এই ২২ দিন ইলিশ রক্ষায় সরকারী আদেশ পালনে আইনশৃঙ্খলা বাহিনী, মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক টহল অব্যাহত রাখবেন।’ তিনি আরো জানান, আজ (বুধবার) থেকে বিভাগের প্রতিটি জেলায় মা ও প্রজননক্ষম ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা শুরু হয়েছে। এছাড়া আগামী ২২ দিন জেলেরা যেন ঘরে থাকে এজন্য বিভাগের ২ লাখ ৮২ হাজার ৫০০ জন জেলেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। |