এবার বগুড়ার সেই এমপির ফেসবুকে নগ্ন ছবি
|
![]() মুক্তধারা ডেস্কঃ বগুড়ার-০৭ আসনের এমপি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের ছবি দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। এবার তারই ফেসবুকে নগ্ন ছবির দেখা গেছে। এ বিষয়ে থানায় একটি জিডি করেছেন এমপি রেজাউল করিম বাবলু। ফেসবুকে নগ্ন ছবি এবং পিস্তলের সঙ্গে নিজের ছবির বিষয়ে এমপি বাবলু বলেন, কে বা কারা আমার ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে অস্ত্র ও নগ্ন ছবি পোস্ট করেছিল। বিষয়টি জানতে পেরে শুক্রবার ঢাকার তেজগাঁও থানায় জিডি করি। সঙ্গে সঙ্গে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করেছি। একজন সংসদ সদস্যের মানহানি করতে ষড়যন্ত্রমূলক এ ধরনের হীন কাজ হচ্ছে। এ জন্য দুঃখপ্রকাশ করছি আমি। ঢাকার তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রোববার (১২ অক্টোবর) দুপুরে এমপি রেজাউল করিম বাবলুর ফেসবুক টাইমলাইনে খোঁজ করে নগ্ন ছবি খুঁজে পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রেজাউল করিম বাবলু তার ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করেন। ছবিটি অনেকেই সংগ্রহে রেখেছেন। ছবি নিয়ে সমালোচনা শুরু হলে পরে তিনি তা সরিয়ে নেন। ইতোমধ্যে তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন রেজাউল করিম বাবলু। তখন এই আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হলে বিএনপি থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। নির্বাচনের একদিন আগে বিএনপির সমর্থন পায় রেজাউল করিম বাবলু। তবে বিএপির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। |