করোনা আক্রান্ত হওয়া ঈশ্বরের আশীর্বাদ: ট্রাম্প
|
![]() মুক্তধারা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার(৭ অক্টোবর) রাতে হোয়াইট হাউস থেকে প্রচারিত বিজ্ঞাপনধর্মী এক ভিডিওবার্তায় নিজের এমন মনোভাবের কথা জানান তিনি। ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি এতে আক্রান্ত হয়েছি। এটি ঈশ্বরেরই আশীবার্দ বলে মনে হচ্ছে। এই আশীর্বাদ ছদ্মবেশ ধরে এসেছে।’ আক্রান্ত হওয়ার পর নিজে যে চিকিৎসা পেয়েছেন সব মার্কিন নাগরিকও যেন একই চিকিৎসা পায় সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। এদিকে করোনা সংক্রমণের জন্য এদিন ফের চীনকে দায়ী করেন ট্রাম্প। মার্কিন নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, যা ঘটেছে সেটি আপনাদের দোষ নয়। এটি চীনের দোষ আর তারা বড় ধরনের মূল্য দিতে যাচ্ছে।’ এর আগে মঙ্গলবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘প্রতি বছর বহু মানুষ, কখনও কখনও এক লাখেরও বেশি ভ্যাকসিন থাকার পরও ফ্লুতে মারা যায়। আর আমরা আমাদের দেশ বন্ধ করে দেব? না, আমরা এর সঙ্গে বাঁচা শিখে নিয়েছি, ঠিক যে রকম করে আমরা কোভিডের সঙ্গে বেঁচে থাকা শিখে নিচ্ছি, বেশির ভাগ মানুষের কাছেই তা প্রাণঘাতীর চেয়ে অনেক কম কিছু।’ উল্লেখ্য, ১ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মার্কিন গণমাধ্যম প্রকাশ করে। অবশ্য টুইটারে এক টুইটে ট্রাম্প জানান, ট্রাম্প নিজেই জানান তিনি করোনা পজিটিভ। পরে অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও সুচিকিৎসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। চার দিন পর হাসপাতাল ছেড়ে আবার হোয়াইট হাউসে ফিরে যান করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসকরা। |