করোনা আতংকে নিরাপত্তা চেয়ে স্মারকলিপি দিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
|
![]() মুক্তধারা প্রতিবেদক বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে হাসপাতালের উপ-পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রাজ্জাকের কাছে স্মারকলিপি জমা দেন সর্বস্তরের চিকিৎসকরা। স্মারকলিপিতে তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর, প্রত্যেক চিকিৎসকের জন্য পিপিই সরবরাহ করতে হবে, দর্শনার্থী নিয়ন্ত্রণ ও চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নত করন, জরুরিভিত্তিতে শূন্য পদ পূরণসহ পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, জরুরি বিভাগে রোগীদের স্ক্রিনিং আউট করে শুধুমাত্র উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগীদের আইসোলশনের ব্যবস্থা করা, সব ধরনের সাইন্টিফিক সেমিনার ও সভা, সমাবেশ বন্ধ ঘোষণা এবং বায়োমেট্রিক হাজিরা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অন্তঃবিভাগ চিকিৎসক পর্ষদের সভাপতি ডা. সুদীপ কুমার হালদার, সাধারণ সম্পাদক ডা. আশিক দত্ত, আউটডোর ডক্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী চৌধুরী তুহিন, সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তফা কামাল, বঙ্গবন্ধু ক্লাবের আহ্বায়ক ডা. তরিকুল ইসলাম প্রমুখ। |