বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি
|
![]() মুক্তধারা প্রতিবেদক: বরিশাল: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলছেন, বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ১০ বছর আগে দেশ যেখানে ছিল, সেখানে আজ নেই। তিনি বলেন, তথ্য ও বিজ্ঞানে যদি আমরা অগ্রসর না হতে পারি, পরিপূর্ণতা লাভ করতে না পারি, তাহলে আমাদের সরকারের যে স্বপ্ন সে লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তরুণদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আজকের যারা তরুণ, তোমাদের বয়স কম, তবে মেধা রয়েছে। উন্নয়নশীল দেশে পৌঁছাতে হলে তোমাদের ওপর সরকার নির্ভরশীল। তোমরা তথ্য ও প্রযুক্তি নিয়ে যত ঘাটাঘাটি করবে তত জানতে পারবে। বাংলাদেশের মজবুত অর্থনৈতিক ভিত স্থাপিত করতে হলে তোমাদের প্রয়োজন হবে, কারণ ২০৪১ সালে হয়তো আমরা থাকবো না, তোমরাই সেই প্রজন্মে বিভিন্ন ক্ষেত্রে থাকবে। তোমাদের ওপর নির্ভর করবে এ দেশের উন্নতি, আবার তোমাদের দেখেই পরবর্তী প্রজন্ম জ্ঞান অর্জন করবে, লাভবান হবে। তিনটা জিনিসের প্রতি তোমরা খেয়াল রাখবে, প্রথম: তথ্যপ্রযুক্তিতে তোমাকে সততা অবলম্বন করতে হবে, তথ্যপ্রযুক্তিতে তোমাদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দ্বিতীয়: তথ্যপ্রযুক্তিতে তোমাদের আরও জ্ঞান অর্জন করতে হবে, এখানে জ্ঞান অর্জন করা খুবই সহজ। কারণ ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে জানতে পারবে না। তৃতীয়: তোমাদের মন-মানসিকতা এবং শারীরিক যোগ্যতার দিকে খেয়াল রাখতে হবে। সারাক্ষণ যদি তোমরা মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে কাজ করো তাহলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি অনেকে এগুলো (তথ্য ও প্রযক্তি) ভালো দিকে ব্যবহার না করে খারাপ দিকে ব্যবহার করছে। যাদের মন-মানসিকতা সুস্থ না তারাই এটাকে খারাপ দিকে নেওয়ার চেষ্টা করে। এজন্য অনেক সময় একজনের জন্য গোটা পরিবার সমস্যায় পড়ছে এবং সমাজে তাদের সম্মানহানি হয়। তোমরা যারা তরুণ তারা তথ্য ও প্রযুক্তি নিয়ে সততা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করবে, তাহলে তোমরা সাফল্যের সহিত অগ্রসর হতে পারবে। নিজেকে প্রস্তুত করো ভবিষ্যতের জন্য, তাহলেই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে। |