শেবাচিমে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা
|
![]() মুক্তধারা প্রতিবেদক: বরিশাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস চিকিৎসা সেবার জন্য চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি মহোদয়ের পক্ষ থেকে চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পিপিই হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব সামগ্রী শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান এর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ফারুক শামীম এমপি। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, আওয়ামীলীগ নেতা মোঃ মাহামুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান মধু, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ মাহিদুর রহমান মাহাদ প্রমুখ। |