নিশো-মেহজাবীন আছেন, অথচ প্রেম নেই!
|
![]() মুক্তধারা ডেস্কঃ এই সময়ের রোমান্টিক তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন। তাদের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর- এটা রীতিসিদ্ধ! বিস্ময়ের বিষয় হলো, এই জুটি থাকা সত্ত্বেও নাকি ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে প্রেমের ছিটেফোঁটাও নেই! এমনটাই জানালেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন এই নাটক নিয়ে এই নির্মাতা বলেন, ‘নাটকে রোমান্স বা প্রেমের ‘প’-ও নেই। আছে ভরপুর কমেডি!’ মাসুদ উল হাসানের প্রযোজনায় মোশন রকের ব্যানারে নির্মিত ‘সানগ্লাস’ নাটক নিয়ে পরিচালক জানান, গত ভালোবাসা দিবসে ‘মি এন্ড ইউ’ নাটকের পর আর নিশো ভাইয়ার সঙ্গে কাজ হয়নি। এরপরেই চলে আসে করোনা। বৈশাখ উপলক্ষেও কোনো কাজ করতে পারিনি। ঈদে যখন কাজ করি তখন নিশো ভাই করোনায় ঘরেই ছিলেন। এই নাটকের মধ্য দিয়েই ঈদুল আযহার পর আবার কাজে নেমেছেন আরফান নিশো। এমনটা জানান অমি। নির্মাতা বলেন, এই নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ। অমি বলেন, দু-দিন শুটিং করেছি। নিশো ভাইয়ের বাবা কিছুটা অসুস্থ। তাই তিনি পরিবারকে সময় দিচ্ছেন। আরও একদিন শুটিং বাকি। সময় করে শুট শেষ করবো। সানগ্লাসের শুটিং এর ফাঁকে নিশো মেহজাবীন বাকিটা টুইস্ট হিসেবে রাইখতে চাইলেন নির্মাতা অমি। তিনি বলেন, এর আগে কমেডি নাটক করলেও সেখানে রোমান্সের প্রভাব ছিল। কিন্তু এ নাটকে রোমান্সের কিংবা প্রেমের ছিটেফোঁটা নেই। এককথায় প্রেমের ‘প’ নেই ভালোবাসার ‘ভ’ নেই। আছে শুধু কমেডি আর কমেডি। আগামী মাসে মোশন রকের ইউটিউব চ্যানেলে সানগ্লাস নাটকটি প্রকাশ করা হবে। |