শনিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


বরিশালে নকশা বহির্ভূত ভবন নির্মাণ, জরিমানা ৬৫ লাখ টাকা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে নকশা বহির্ভূত ভবন নির্মাণ, জরিমানা ৬৫ লাখ টাকা

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশাল নগরে প্ল্যানের (নকশা) শর্ত না মেনে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করায় চার ব্যক্তি ও তাদের অংশীদারদের ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসনিক ও জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, অভিযুক্তদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার সমূদয় টাকা বিসিসির তহবিলে জমা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে।

বিসিসি সূত্রে জানা যায়, নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের এম এ জলিল সড়কের আজিজ রহিম গং (অংশীদার) প্ল্যানের শর্ত ভঙ্গ করে বিধি বর্হিভূতভাবে ১৪ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি সিটি করপোরেশনের দৃষ্টিগোচর হলে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে তাদের মোট ২৫ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়।

একই সড়কের রেজিন উল কবির গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে বর্হিভূতভাবে ১০তলা আবাসিক ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এজন্য তাদের ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, নগরের ১৯ নম্বর ওয়ার্ডের কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে নয়তলা আবাসিক ভবন নির্মাণ করেছেন। এর জন্য তাদের চার লাখ ৮৬ হাজার ৯৯২ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের পূর্ব পাশের ১ নম্বর পুল সংলগ্ন এলাকার মো. আবদুল হাই গং ১৫ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এর জন্য তাদের ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে।

প্ল্যানের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণের দায়ে ওইসব ব্যক্তিদের জরিমানা করে তা আদায়ে গত ১৫ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জরিমানার সমূদয় টাকা আগামী সাত কার্যদিবসের মধ্যে সিটি করপোরেশনের তহবিলে জমা দিতে বলা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা