শনিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


সুশান্ত ছাড়াও আরো এক নায়কের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার.?
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২০, ২:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুশান্ত ছাড়াও আরো এক নায়কের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার.?

মুক্তধারা ডেস্কঃ

শুধু বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত নন, বলিউডের একাধিক নামী ব্যক্তির সঙ্গে রিয়া চক্রবর্তীর পরিচয় ছিল। সুশান্ত ছাড়াও আরো এক নায়কের সঙ্গে সম্পর্ক ছিল তার। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতের জনপ্রিয় গণমাধ্যমে আনন্দবাজার।

ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময়ে রিয়া এনসিবি-র গোয়েন্দাদের জানান যে, সুশান্তের লোনাভালার ফার্মহাউসে নিয়মিত মাদকের আসর বসত এবং বলিউডের অনেক তারকা সেখানে আসতেন। সেই সূত্রেই বলছে, সুশান্ত ছাড়াও আরো এক নায়কের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার।

রিয়া ও মহেশ ভাটের সম্পর্কটা ঠিক কী রকম? মহেশ কি রিয়ার গডফাদার? তারা কি ভালো বন্ধু? নাকি নেহাতই সন্তানস্নেহে রিয়াকে দেখেন মহেশ? এমন প্রশ্ন আগে ওঠলেও এই অভিনেতার কথা কিন্তু খুব একটা শোনা যায়নি। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সূত্র ধরে রিয়ার কললিস্ট চেক করতে গিয়ে এই তারকার নাম ওঠে এসেছে। তার সঙ্গে গত এক বছরে ২৩ বার কথা হয়েছিল রিয়ার। রিয়ার প্রাক্তন প্রেমিকও নাকি তিনি। মহেশের সঙ্গে এই অভিনেতার ভালো সম্পর্ক। সম্প্রতি ‘সড়ক ২’ ছবিতে তাঁকে দেখাও গেছে। ‘আশিকি-২’-এর নায়কও তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রিয়ার সঙ্গে তার আলাপও কর্মসূত্রেই ২০১২ সাল নাগাদ। কারণ দু’জনেই ছিলেন ভিডিও জকি। তার নাম আদিত্য রয় কপুর। আদিত্যর সঙ্গে ২০১৪ সালের দিকে রিয়ার নাম জড়িয়েছিল। তাদের নানা অনুষ্ঠানে এক সঙ্গে দেখাও গেছে। পাপারাজ্জি দেখলেই নাকি তারা এড়িয়ে চলতেন। এ নিয়ে বলিউডের বেশ কয়েকটি পত্রিকা ও সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। রিয়াকে এই নিয়ে প্রশ্ন করা হলে যদিও তিনি বার বার বলতেন, আদিত্য শুধুই তার ভালো বন্ধু।

এরপরে একটা ইভেন্টে পরস্পরের হাত ধরে দু’জনে ধরাও পড়েছিলেন পাপারাজ্জিদের ক্যামেরায়। রিয়া এর পরেও বলেছেন, আদিত্যর সঙ্গে তিনি মোটেও ডেট করেননি। আদিত্য ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, থাকবেনও।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৪ সালে মুক্তি পায় ‘সোনালি কেবল’। শোনা যায়, সেই সময় আরও ঘনিষ্ঠতা বেড়েছিল দু’জনের। ‘আশিকি-২’ ছবির সময় আদিত্যর সঙ্গে নাম জড়ায় শ্রদ্ধা কপুরের। প্রাথমিকভাবে ‘সোনালি কেবল’ করার আগে রিয়ার শর্ত ছিল, তিনি কোনো লিপ লক দৃশ্যে অভিনয় করবেন না। কিন্তু শ্রদ্ধার নাম জড়াতেই আদিত্যর ওপর নাকি স্রেফ ‘প্রতিশোধ’ নিতে চুম্বনদৃশ্যে অভিনয় করেন তিনি। শোনা যায় এর পর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদিত্যকে পুরস্কার দেওয়ার জন্যও মঞ্চে উঠতে চাননি রিয়া। তবে প্রকাশ্যে রিয়ার বক্তব্য ছিল, যখন তাদের ব্যস্ততা কম ছিল, দুই বন্ধু এক সঙ্গে মলে ঘুরতে গিয়েছিলেন। সিনেমা দেখেছেন।

রিয়ার দাবি, এক সঙ্গে শপিংও করেছেন দুই বন্ধু। কিন্তু প্রেমের সম্পর্ক কখনোই ছিল না। আদিত্যর সঙ্গে একটা রোম্যান্টিক ছবিতে অভিনয় করে এ জাতীয় গুজবের জবাব দেবেন রিয়া, এমন কথাও বলেছিলেন ‘জালেবি’ অভিনেত্রী। বন্ধু হিসেবে আদিত্যকে পছন্দ করেন, তাই তাদের দু’জনের নামে কেউ রটনা করলে তাদের কিছু যায় আসে না, এ কথাও উল্লেখ করেন রিয়া একটি সাক্ষাৎকারে।

সূত্র: আনন্দবাজার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা