যৌন নিপীড়ককে বাড়িছাড়া করতে চায় এলাকাবাসী
|
![]() মুক্তধারা ডেস্কঃ যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর আদালতে তা প্রমাণ হয়েছে। বিষয়টি জেনে যৌন নিপীড়ককে বাড়িছাড়া করতে চান এলাকাবাসী। যুক্তরাজ্যের হাডিংটনের নাংগেটে ঘটনাটি ঘটেছে। এরই মধ্যে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে যৌন নিপীড়ককে। তার বাড়ির সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন ৪০ জনের বেশি বাসিন্দা। শান্তিপূর্ণ ওই বিক্ষোভে দু’জন পুলিশ কর্মকর্তাও অংশ নেন। দোষী ব্যক্তি ওই বাড়ি একেবারে ছেড়ে না দেওয়া পর্যন্ত প্রতি শুক্রবার এভাবে বিক্ষোভ করার কথা জানিয়েছেন বাসিন্দারা। সবাই চান, তাদের পাশের বাড়িতে কোনো ধর্ষক না থাকুক। সামনের শুক্রবার বড় ধরনের জমায়েতের পরিকল্পনা করছেন সেখানকার বাসিন্দারা। |