মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ধোনির অবসরে ভারতের এই দুই ক্রিকেটার খুশি!
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধোনির অবসরে ভারতের এই দুই ক্রিকেটার খুশি!

মুক্তধার ডেস্কঃ

মহেন্দ্র সিং ধোনির অবসরে ভাগ্য খুলেছে ভারতে দুই ক্রিকেটারের। এমন মত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানের প্রখ্যাত ধারাভাষ্যকার ডিন জোনসের। তার মতে সেই দুই ক্রিকেটার হচ্ছে রাহুল ও রিশাভ পান্ত। যারা এখন সহজেই ঢুকতে পারবেন ভারতীয় দলে।

ধোনির অনুপসস্থিতিতে গত দুই এক-দেড় বছরে সীমিত ওভারের ক্রিকেটে রিশাভ পান্ত ও লোকেশ রাহুলকে উইকেটরক্ষক হিসেবে সুযোগ দিয়েছিল ভারত। কিন্তু দলে কখনও তাদের জায়গা পাকা ছিল না উইকেটরক্ষ হিসেবে। কারণ ধোনি ফিরলেই তাদের জায়গা ছাড়তে হত।

ধোনির ক্যারিয়ার শুরুর থেকেই সে দলের এক নম্বর উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেওয়ার পর সেই জায়গা সেই জায়গা দখল করেছেন ঋদ্ধিমান সাহা। কিন্তু ওয়ানটে ও টি-টোয়েন্টিতে ধোনি এ জায়গায় খেলেছেন।

তাই জোনসের মতে, পান্ত ও রাহুল এখন ধোনি চলে যাওয়ায় খুশি। জোনস তার নিজের টুইটার প্রোফাইলে লিখেছেন, ‘আমি বাজি ধরে বলতে পার, মাহেন্ধ সিং ধোনির অবসরের পর লোকেশ রাহুল ও রিশাভ পান্ত গত রাতে শান্তিতে ঘুমিয়েছেন।’

পান্তকে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর উইকেটরক্ষক হিসেবে বিভিন্ন সময় সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় দলে তাকে চার নম্বর ব্যাটিং পজিশনেও ভাবা হয়েছিল। ধারাবাহিকতা না থাকার কারণে দলে কখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেননি পান্ত।

তবে এক্ষেত্রে রাহুল অনেকটা ব্যতিক্রম। ব্যাকআপ ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। এবং সেটিকে খুব ভালভাবেই কাজে লাগিয়েছেন তিনি।

ওয়ানডে ফরম্যাটে ২০১৯ সালে খেলেছেন ৪৭.৬৬ গড়ে, চলতি বছর রান করেছেন ৭০+ গড়ে। চলতি বছরের নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টিতেও উইকেটরক্ষক হিসেবে খেলেছিলেন রাহুল। এই ফরম্যাটে গতবছর ৪৪.৫০ এবং চলতি বছর ৫৩.৮৩ গড়ে রান করেছেন রাহুল।
তবু দুই নিয়মিত ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের কারণে দলে তার অবস্থান কখনওই নিশ্চিত ছিল না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা