বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


প্রযুক্তি খাতের প্রকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে
প্রকাশ: ১৩ আগস্ট, ২০২০, ৬:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রযুক্তি খাতের প্রকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে

মুক্তধারা ডেস্কঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১১ আগস্ট) বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বায়োটেকনোলজি স্থাপন সংক্রান্ত ত্রি-পাক্ষিক চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়।

নসরুল হামিদ বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধুনিকায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অবদান অপরিসীম। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম, ভৌগলিক তথ্য সিস্টেম (জিআইএস), মিটারিং-বিলিং-কালেকশন (এমবিসি) সিস্টেম, তদারকি নিয়ন্ত্রণ এবং ডেটা অর্জন (এসসিএডিএ) সিস্টেম, ভূগর্ভস্থ সাবস্টেশন, স্মার্ট গ্রিড সবই এ প্রযুক্তির সহযোগিতায় করা হচ্ছে। সার্বিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাত দৈনন্দিন জীবনকে আরও ডিজিটালাইজড, আরও সংযুক্ত ও স্বয়ংক্রিয় করে জীবন ধারণ পদ্ধতিকে সহজ থেকে সহজতর করছে।

তিনি আরও বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কর্মসূচি প্রায় সম্পন্ন। মানুষ এখন বিদ্যুৎ পেয়েই খুশি নয়, তারা মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে এ খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট গ্রিড, স্মার্ট মিটার, ভূগর্ভস্থ সাবস্টেশন, ভূগর্ভস্থ বিদ্যুতের তার, স্ক্যাডা প্রভৃতির সফল প্রয়োগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক-নির্দেশনায় আইসিটি প্রতিমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে ডিজিটালাইজড হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

বায়োটেকনোলজি স্থাপন সংক্রান্ত ত্রি-পাক্ষিক চুক্তি সই অনুষ্ঠান সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ভার্চ্যুয়াল এ চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক মিসেস হোসনে আরা বেগম, সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান, অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল ও ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো বক্তব্য দেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা