তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড
|
![]() মুক্তধারা প্রতিবেদক তরুনীকে ধর্ষনের পর হত্যা ও মরদেহ গুম করায় বরিশালে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোঃ রফিকুল ইসলাম সোমবার এ দণ্ডাদেশ দেন। ধর্ষণ ও হত্যার ৭বছর পর এই রায় দেয়া হলো। দণ্ডিতরা হলো- কবীর আকন ও জব্বর বেপারী। তারা হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তাদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করে। পরে তারেকে কারগারে পাঠানো হয়েছে। ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাচ্চু জানান, ২০১৮ সালের ২৮ জুলাই পূর্ব কোড়ালিয়া গ্রামের খাদিজা বেগম নামক তরুনী বাড়ি ফিরছিলো। দর্ণ্ডিতরা তাকে অপহরন করে বাগানে নিয়ে ধর্ষন করেছে। পরে তার মরদেহ খালে ফেলে দেয়। পরে মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় খাদিজার মামা মোক্তার হোসেন রাঢ়ী মামলা দায়ের করেন। পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালতে ১৮ জনের স্বাক্ষ্য দেন। দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। |